মুরগির খোপ থেকে ডিম চুরি করছে কে? ধরা পড়ল সিঁধেল চোর

মালবাজার মহকুমার  নাগরাকাটা ব্লকের সুখানি বস্তি  এলাকায় রহস্য জনক ভাবে উধাও হয়ে যাচ্ছিল মুরগির ডিম। 

Updated By: Jun 8, 2018, 09:18 AM IST
মুরগির খোপ থেকে ডিম চুরি করছে কে? ধরা পড়ল সিঁধেল চোর

নিজস্ব প্রতিবেদন: মালবাজার মহকুমার  নাগরাকাটা ব্লকের সুখানি বস্তি  এলাকায় রহস্য জনক ভাবে উধাও হয়ে যাচ্ছিল মুরগির ডিম। 

ওই এলাকার বাসিন্দা নুরজাহান বেগমের মুরগির খোপ থেকে প্রতিদিন ভ্যানিস হয়ে যেত ডিম। এক সঙ্গে ৫ টি মুরগি ডিম দিত এই খোপে। কিন্তু সকালে বাড়ির মালিক খোপ থেকে ডিম আনতে গেলেই দেখেন মুরগি আছে অথচ নেই ডিম। ডিম উধাও রহস্যের তদন্তে নেমে বেরিয়ে এল হাড় হিম করা তথ্য। দেখা গেল চোর আর কেউ নয়, বিশাল এক গোখরো।

নুরজাহান বিবির মুরগির ডিম কে চুরি করছে তানিয়ে দুশ্চিন্তা বারছিল বাড়ির লোকজনের মধ্যে। বৃহস্পতিবার তাই মুরগির খোপে গোপনে নজরদারি চালান নুরজাহান। আর তাতেই হাতেনাতে পাকড়াও চোর। তবে কোনও মানুষ নয়। দেখা যায়, মুরগির খাঁচায় ঢুকে চুপি চুপি ডিম খেয়ে যাচ্ছে একটি গোখরো। সাপের কীর্তি দেখতে সেখানে ভিড় জমান গ্রামবাসীরা। তবে সাক্ষাত্ গোখরো দেখে আতঙ্কিত হয়ে পড়েন কিছু মানুষ। 

গোখরোর বুদ্ধি দেখে যদিও অবাক হয়ে গিয়েছেন গ্রামবাসীরা। কারণ, মুরগির কোনও ক্ষতি না করেই চুপি চুপি ডিম খেয়ে যাচ্ছিল প্রাণীটি। তবে কি সোনার ডিম দেওয়া হাঁসের গল্প পড়েছে সাপটি? মশকরা করে এমন কথাও বলতে শোনা যায় অনেককে। 

রাজ্যে বর্ষা কবে ঢুকছে? দিনক্ষণ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর
তবে নুরজাহান বিবির অনুরোধ, অবিলম্বে সাপটিকে ধরে নিয়ে যাক বন দফতর। নিরাপদে বনাঞ্চলে ছেড়ে দিক প্রাণীটিকে। 

.