দার্জিলিঙে তুষারপাত, সমতলে তাপমাত্রা হতে পারে আরও নিম্নমুখী
তাপমাত্রা আরও কমার সম্ভাবনা সমতলেও।
নিজস্ব প্রতিবেদন: সাত বছরের অপেক্ষা। এবার হল তার অবসান। তুষারপাত হল দার্জিলিঙে। আনন্দে ভাসলেন পর্যটকরা। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা সমতলেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা।
শুক্রবার বরফ পড়ে ঘুম, সোনাদা, জোড়বাংলায়। এরফলে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। হাড়হিম ঠান্ডায় জুবুথুবু উত্তরবঙ্গ।
এদিন সকালে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১ ডিগ্রি সেলসিয়াস। লাভার সর্বনিম্ন তাপমাত্র ৪ ডিগ্রি ও রিশপের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। এবছর রেকর্ড পারদ পতন হল। আগামী কয়েকদিনে এর ধারেকাছেই ঘোরাফেরা করবে তাপমাত্রা। পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে, অর্থাত্ কনকনে ঠান্ডাতেই জুবুথুবু হবে বর্ষশেষ ও বর্ষবরণের রাত।