''হোমওয়ার্ক করুন, ইতিহাস-ভূগোল জেনে বক্তৃতা দিন'', অভিষেককে পাল্টা সোমেন-পুত্রের

ডায়মন্ড হারবার ছিল সিপিএম-এর গড়। বামেদের সেই শক্ত ঘাঁটি জয় করেছিলেন প্রয়াত সোমেন মিত্র। এদিন এমনটাই দাবি করেন তাঁর ছেলে রোহন।

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Nov 29, 2020, 10:29 PM IST
''হোমওয়ার্ক করুন, ইতিহাস-ভূগোল জেনে বক্তৃতা দিন'', অভিষেককে পাল্টা সোমেন-পুত্রের

নিজস্ব প্রতিবেদন- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র। সাতগাছিয়ার জনসভায় এদিন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এসেছিল সোমেন মিত্রের নাম। তার পরই তাঁকে পাল্টা দেন রোহন মিত্র। তিনি বলেছেন, ''ইতিহাস-ভূগোল জেনে রাজনীতিতে নামা উচিত। ডায়মন্ড হারবারের সাংসদ থাকাকালীন প্রয়াত সোমেন মিত্র কী কী কাজ করেছিলেন তা আজ মঞ্চে বসা অশোক দেব অথবা প্রয়াত তমনোশ ঘোষ-এর কাছ থেকে এতদিনে জেনে নিতে পারতেন অভিষেকবাবু। হোমওয়ার্ক না করে নামলে ভুলভাল কথা মুখ দিয়ে বেরিয়ে আসবেই। আজ ডায়মন্ডহারবারের সাংসদের তাই হল।'' 

ডায়মন্ড হারবার ছিল সিপিএম-এর গড়। বামেদের সেই শক্ত ঘাঁটি জয় করেছিলেন প্রয়াত সোমেন মিত্র। এদিন এমনটাই দাবি করেন তাঁর ছেলে রোহন। তিনি বলেন, ''অভিষেক ব্যানার্জীর হয়তো এটাও জানা নেই, সোমেন মিত্র যখন ডায়মন্ডহারবারে প্রতিদ্বন্দ্বিতা করতে যান, তখন তা ছিল বামফ্রন্টের দখলে থাকা একটা কঠিন আসন। বরং সোমেন মিত্রের জেতা সুনিশ্চিত আসনে অভিষেকবাবু 'প্যারাশুট ট্রুপার' হয়ে আজ সাংসদ। সোমেন মিত্র নিজের দায়বদ্ধতার প্রশ্নে কখনো আপোষ করেননি। সেই দায়বদ্ধতা থেকেই সাংসদ হিসাবে ডায়মন্ড হারবারের মানুষের সেবা করেছেন। তিনি সেই দায়বদ্ধতা থেকেই দুর্নীতিগ্রস্ত একটা দলের সংসর্গ ত্যাগ করে, হেলায় সাংসদ পদ ছেড়ে আবার পুরানো দল কংগ্রেসে ফিরে আসেন।''

আরও পড়ুন-  সোমবার থেকেই শুরু বিধায়কদের যোগদান, তাসের ঘরের মত ভেঙে পড়বে তৃণমূল : নিশীথ প্রামাণিক

রোহন মিত্র এর পর আরও বলেন, অভিষেক বাবু জনসভায় বলেছেন, ''সোমেন মিত্র নাকি ডায়মন্ডহারবারের মানুষের জন্য সাংসদ থাকাকালীন কোনো কাজ করেননি! অভিষেকবাবুর নিশ্চয়ই জানা আছে, সারদা সহ চিটফান্ড দুর্নীতির কবলে পড়ে ডায়মন্ডহারবার তথা দঃ ২৪ পরগণার গরীব মানুষেরা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই সব হারানো মানুষগুলোর প্রতি দায়বদ্ধতা থেকেই সোমেন মিত্র ঘৃণায় তৃণমূল ছেড়েছিলেন। তৃণমূলের মতো অসৎ দলের বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছিলেন। শুধু তাই নয়, সাংসদ থাকাকালীনই চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি দায়বদ্ধতা থেকে সর্বোচ্চ স্তরে চিঠিও লিখেছিলেন সোমেন মিত্র। আবারও বলছি, অভিষেকবাবু, সোমেন মিত্রের মূল্যায়ণ করার আগে ইতিহাস-ভূগোলটা একটু ভাল করে জেনে আসুন। দরকারে আপনার দলের নেতা-মন্ত্রী, যাঁদের নেতা বানিয়েছিলেন সোমেন মিত্র, তাঁদের কাছে গিয়ে একটু-আধটু হোম ওয়ার্ক করে তারপর বক্তব্য রাখুন।''

.