আজই বিজেপিতে সৌমেন্দু, ঘোষণা শুভেন্দুর

কাঁথির ডরমেটরি মাঠে আজ শুভেন্দুর সভা। সেখানেই বিজেপিতে যোগ দেবেন সৌমেন্দু অধিকারী।

Updated By: Jan 1, 2021, 01:51 PM IST
আজই বিজেপিতে সৌমেন্দু, ঘোষণা শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদন : আজই বিজেপিতে যোগ দিচ্ছেন সৌমেন্দু অধিকারী। কাঁথিতে শুভেন্দু অধিকারীর সভাতেই বিজেপিতে যোগ দেবেন ভাই সৌমেন্দু। 

বিজেপির নন্দীগ্রাম-১ পূর্ব মণ্ডলের আয়োজনে নন্দীগ্রামের সোনাচূড়াতে এদিন এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেই শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেন। কাঁথির ডরমেটরি মাঠে আজ শুভেন্দুর সভা। সেখানেই বিজেপিতে যোগ দেবেন সৌমেন্দু অধিকারী।

প্রসঙ্গত, শুভেন্দুর দলত্যাগের পর সৌমেন্দুকে নিয়েও জল্পনা ছড়িয়েছিল।  বস্তুত, শুভেন্দু (Suvendu Adhikari) দল ছাড়লেও, তাঁর পরিবারের কেউ সেই পথে হাঁটেননি বলে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাল্টা জবাবে শুভেন্দু বলেন, 'এখনও তো বাসন্তী পুজোটা আসেনি, রামনবমী আসেনি। রামনবমীটা আসতে দিন। আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোক কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুটিয়ে আসব।'

এরপরই কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত হন সৌমেন্দু অধিকারী। তাঁর জায়গায় এদিন পুর প্রশাসকের দায়িত্ব বুঝে নেন সিদ্ধার্থ মাইতি। তিনি আবার তৃণমূল নেতা অখিল গিরি ঘনিষ্ট হিসেবে পরিচিত। ফলে অধিকারীর ছোট ছেলেকে নিয়ে জল্পনা আরও বাড়ে। উল্লেখ্য, কাঁথি পুরসভার প্রশাসক বদল সংক্রান্ত সরকারি  নির্দেশিকা চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সৌমেন্দু। ৪ জানুয়ারি মামলাটির শুনানি। 

আরও পড়ুন, রাস্তা ফেরত নিতে আজই আসছেন জেলাশাসক ও পুলিস সুপার, এদিকে নয়া বিতর্কে বিশ্বভারতী

.