নদিয়ার নোডাল অফিসার নিখোঁজের পিছনে থাকতে পারে পারিবারিক কারণ, বললেন বিশেষ পর্যবেক্ষক
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর থেকে কোনও খোঁজ মিলছে না নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের।
নিজস্ব প্রতিবেদন: নদিয়ার নোডাল অফিসার নিখোঁজ রহস্যের পিছনে একেবারে কোনও পারিবারিক কারণ থাকতে পারে। শুক্রবার এমনটাই ইঙ্গিত দিলেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। তিনি বলেন, ''"নদিয়ার ঘটনা পারিবারিক ঘটনা হতে পারে। হতাশ ছিলেন।" এই ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ নেই বলেই মনে করেন তিনি। ইতিমধ্যেই এই ঘটনায় নদিয়া জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর থেকে কোনও খোঁজ মিলছে না নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের।নির্বাচনে ডিউটি পড়ায় রোজকারের মতো বৃহস্পতিবার সকালেও বীপ্রদাস পালচৌধুরী পলিটেকনিক কলেজে নির্বাচনের কাজে যান অর্ণব রায়। এদিন দুপুরে খাওয়ার পর তাঁকে আর দেখা যায়নি। তিনি যে গাড়িটি ব্যবহার করতেন সেটিও রয়েছে।
''বিজেপির বিরুদ্ধে একটা ভোট মানে একটা থাপ্পড়'', বালুরঘাটে চড়া সুর মমতার
গাড়ির চালকের কাছে অর্ণবের কোনও খবর নেই। অর্ণব রায়ের সহকর্মীদের বক্তব্য, বহু জায়গায় খুঁজেও অর্ণব রায়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহার করা দুটি মোবাইলও সুইচড অফ দেখাচ্ছে। উল্লেখ্য, নদিয়ার সব বুথের ইভিএম ও ভিভিপ্যাটের দায়িত্বে ছিলেন অর্ণব। তাঁর বদলে অন্য এক অফিসার নিয়োগ করা হয়েছে।