Digha : স্পিডবোট চালাতে গিয়ে বড়সড় দুর্ঘটনা, গুরুতর জখম মহিলা পর্যটক
জোয়ারের সময় স্পিডবোটে উঠতে যান তিনি। তখনই ঘটে বিপত্তি।
![Digha : স্পিডবোট চালাতে গিয়ে বড়সড় দুর্ঘটনা, গুরুতর জখম মহিলা পর্যটক Digha : স্পিডবোট চালাতে গিয়ে বড়সড় দুর্ঘটনা, গুরুতর জখম মহিলা পর্যটক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/27/351683-afeafqaf.jpg)
নিজস্ব প্রতিবেদন : দিঘায় স্পিডবোট দুর্ঘটনার কবলে পড়লেন এক মহিলা পর্যটক। দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ওই মহিলা পর্যটক। তাঁর কোমরে ও মাথায় ব্যাপক চোট লেগেছে।
জানা গিয়েছে, হুগলির বলাগড় থেকে বেড়াতে এসেছিলেন লাইলি বেগম নামে ওই মহিলা। জোয়ারের সময় স্পিডবোটে উঠতে যান তিনি। তখনই ঘটে বিপত্তি। জোয়ারে ঢেউ এসে ধাক্কা মারে স্পিডবোটটিতে। আর তাতেই স্পিডবোটটির ব্যালেন্স হারিয়ে যায়। স্পিডবোট থেকে পড়ে যান লাইলি বেগম।
আরও পড়ুন,'ভুল ইঞ্জেকশন দিয়ে রোগীকে মেরে দেব', নার্সের শাসানিতে উলুবেড়িয়া হাসপাতালে তুলকালাম
সঙ্গে সঙ্গেই নুলিয়ারা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চোট গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই জোয়ারের সময় স্কিটবোট চালানো নিয়ে প্রশ্ন উঠেছে পর্যটক মহলে।