নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ির নকশালবাড়ি থেকে গ্রেফতার ৪ বিদেশি। রবিবার সন্ধেয় বিশেষ অভিযান চালিয়ে চালিয়ে তাদের গ্রেফতার করল এসএসবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মুকুলকে PAC চেয়ারম্যান করার প্রতিবাদ, এবার ছক কষে ময়দানে BJP, তৈরি রণকৌশল


গোপন সূত্রে খবর ছিল নকশালবাড়ি বাজারের একটি বাড়িতে লুকিয়ে রয়েছেন ওই চারজন। ওই খবরের ভিত্তিতেই বাড়িটিতে তল্লাশি চালায় এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়ন। তখনই ধরা পড়ে ওই চারজন।


ধৃত চারজনের কাছে থেকে উদ্ধার হওয়া নথি থেকে জানা গিয়েছে, তারা ভিসা করিয়ে এলেও তাদের ভিসার মেয়াদ শেষ হয় গিয়েছে অনেক দিনই আগেই। এর পরই ওই চারজনকে নকশালবাড়ি থানার হাতে তুলে দেয় এসএসবি।


আরও পড়ুন-হাতে I-PAC-এর রিপোর্ট কার্ড, ২০২৪-এর লক্ষ্যে জেলা সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী তৃণমূল


পুলিস সূত্রে খবর, ধৃতরা হল আলেক্সি ইসমাইল ইফা(২০), ডিজিংগি মোহম্মদু মুসি(১৯), আবান্দা আঞ্জাউপ(২৩), বিগুই বিলিমি(২২)। এরা সবাই নেপাল হয়ে শিলিগুড়িতে ঢুকেছিল। চারজনই ফুটবলার। ধৃতদের বিরুদ্ধে ফরেন অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। এদের অবৈধ অনুপ্রবেশের সঙ্গে কোনও চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)