রাজ্যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৯ মার্চ পর্যন্ত।
নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে (সাঁওতালি মিডিয়াম) সহ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। ইংরেজি, ইতিহাস, ভূগোল-সহ বিভিন্ন বিষয়ের জন্য চলবে এই নিয়োগ প্রক্রিয়া। সম্প্রতি বিজ্ঞপ্তি মারফত এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে। প্রার্থী বাছাই করা হবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের স্পেশাল ড্রাইভ সিলেকশনে।
বিজ্ঞপ্তি অনুযায়ী জেনে নিন শূন্যপদের বিস্তারিত তথ্য-
নবম ও দশম শ্রেণি (মহিলা/পুরুষ)
প্রথম ভাষা (সাঁওতালি)- ১৭টি, দ্বিতীয় ভাষা (ইংরেজি)- ২১টি, অঙ্ক- ২২টি, ইতিহাস ২৫টি, ভূগোল-২১টি, ফিজিক্যাল সাইন্স-১১টি, লাইফ সাইন্স- ১৯
পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত (আপার প্রাইমারি)
মোট শূন্যপদ ৬৬, প্রথম ভাষা- ২২, দ্বিতীয় ভাষা (ইংরেজি)- ৩টি, বায়োসায়েন্স- ৫টি, পিওর সায়েন্স-১০টি, ইতিহাস- ৫টি, ভূগোল-৫টি, ফিজিক্যাল এডুকেশন- ৮টি, কর্মশিক্ষা- ৭টি
নবম এবং দশম শ্রেণির শূন্যপদ (মহিলাদের জন্য)
প্রথম ভাষা- ৪টি, দ্বিতীয় ভাষা- ৪টি, অঙ্ক- ৪টি, লাইফ সায়েন্স- ৪টি, ইতিহাস- ৪টি, ভূগোল-৪টি, ফিজিক্যাল এডুকেশন- ১টি
একাদশ দ্বাদশ শ্রেণি
সাঁওতালি ভাষার জন্য ৫৬টি শূন্যপদ
আরও পড়ুন, বিই, বিটেক-দের জন্য সুবর্ণ সুযোগ, শতাধিক শূন্যপদ বিএসএনএলে
পর্ষদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি সন্ধে থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৯ মার্চ পর্যন্ত। আগামী ১৯ ফেব্রুয়ারি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com-এ এই সম্পর্কিত বিস্তারিত বিবরণ প্রকাশিত হবে । ইচ্ছুক প্রার্থীরা আবেদনের জন্য ওপরে দেওয়া ওয়েবসাইটে নজর রাখুন। পরীক্ষার তারিখও জানানো হবে এই ওয়েবসাইটেই।