নিজস্ব প্রতিবেদন: ভোটের পরে রাজ্যের ৬ আইপিএস অফিসারকে বদলি করল রাজ্য সরকার। বুধবার এক নির্দেশিকা জারি করে ওইসব অফিসারদের বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি রুটিন বদলি বলেই জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-এবার হাত  বাড়াল বেহালা গুরুদ্বার; সকলের জন্য খুলে দিল ফ্রি অক্সিজেন-লঙ্গর 


নর্থ বেঙ্গল রিজিয়নের আইজি ছিলেন বিশাল গর্গ। তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতার অ্যাডিশনাল সিপি-র পদে।


দেবেন্দ্র প্রকাশ সিং ছিলেন শিলিগুড়ি পুলিস কমিশনরারেটের সিপি। তাঁকে নর্থ বেঙ্গল রিজিয়নের আইজি করে পাঠানো হচ্ছে।


সব্যসাচী রমণ মিশ্র ছিলেন শিলিগুড়ি পুলিস কমিশনারেটের জয়েন্ট সিপি। তাঁকে তাঁকে পাঠানো হচ্ছে CIF-র জিআইজির পদে।


শ্রীমতি অঞ্জলি সিং ছিলেন শিলিগুড়ির SRP পদে। তাঁকে পাঠানো হচ্ছে SAP সেকেন্ড ব্যাটালিয়নের CO-র পদে।


আরও পড়ুন-Rose-tinted চশমাটা খুলে দেখুন; দেশের তীব্র কোভিড সঙ্কট নিয়ে মোদীকে কড়া আক্রমণ রাহুলের


শ্রীহরি পাণ্ডে ছিলেন OCW, WBPD পদে। তাঁকে পাঠানো হচ্ছে ব্যারাকপুর পুলিস কমিশনারেটের ডিসির পদে।


প্রদীপ কুমার যাদব ছিলেন SAP-এর চতুর্থ ব্যাটালিয়নের CO পদে। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে STF এর SP পদে।


ধৃতিমান সরকার ছিলেন কম্ব্যাট ব্যাটালিয়নের ডিসি পদে। তিনি অবশ্য ওই পদেই থাকছেন।