Suvendu Adhikari: 'শাহজাহানরা মমতার তরকারিতে তেজপাতার মতো', সন্দেশখালি কাণ্ডে তীব্র আক্রমণ শুভেন্দুর!

এদিন সকাল ৭টা নাগাদ সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির কাছে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। রেশন দুর্নীতিতে ইডি রেডারে শাহাজাহান শেখ। 

Updated By: Jan 5, 2024, 06:53 PM IST
Suvendu Adhikari: 'শাহজাহানরা মমতার তরকারিতে তেজপাতার মতো', সন্দেশখালি কাণ্ডে তীব্র আক্রমণ শুভেন্দুর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় জঙ্গলরাজ চলছে। বাংলায় কেউ সুরক্ষিত নয়। সন্দেশখালি কাণ্ডে আগামি সপ্তাহেই কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। ওদিকে রাজ্যকে বদনাম করার চেষ্টা। তৃণমূল কোনও হিংসার ঘটনাকে সমর্থন করে না। শুভেন্দুকে পালটা জবাব শশী পাঁজারও। সবমিলিয়ে সরবেড়িয়ার ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। 

শুভেন্দু অধিকারি এদিন সরবেড়িয়ার ঘটনার প্রসঙ্গে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। বলেন, "শাহজাহানরা মমতার তরকারিতে তেজপাতার মতো!" আরও বলেন, "শাহজাহান শেখের সব ঠিকুজি আমার কাছে আছে। এর জন্ম-ঠিকুজি সব সংগ্রহ করা হয়ে গিয়েছে। শাহজাহান শেখ ২০১৯ সালে বিজেপির ৩ কর্মীকে খুনের দায়ে অভিযুক্ত। বাংলায় আত্মগোপন করেছিল। ১৩৯ বিঘারও বেশি জমি দখল করেছে।" এদিন শাহজাহান শেখের পাততাড়ি গুটানোরও হুঁশিয়ারি দেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী তোপ দাগেন যে, সিপিআইএম-এর হাত ধরেই অপরাধে হাতেখড়ি শাহজাহান শেখের। তারপর তৃণমূলে নাম লেখান তিনি। একইসঙ্গে ছবি প্রকাশ করে এদিনের ৩ হামলাকারীকে চিনিয়েও দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, শুভেন্দু এদিন বেলডাঙার সভায় আরও বলেন, চোরমুক্ত বাংলা গড়তে হবে। বাংলায় কেউ সুরক্ষিত নয়। তোপ দাগেন, মুখ্যমন্ত্রীর উসকানিমূলক মন্তব্যের জন্যই সন্দেশখালির ঘটনা। 

প্রসঙ্গত, ইডির তলবে শাহজাহান শেখ সাড়া না দেওয়ায় দক্ষিণ চব্বিশ পরগনার সরবেড়িয়ায় হাজির হয় ইডি। এদিন সকাল ৭টা নাগাদ সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির কাছে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। তবে সেই বাড়ি তালাবন্ধ ছিল। অনেক ক্ষণ ডাকাডাকির পরেও কারও সাড়া না মেলায়, সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই সময় বেশ কয়েক জন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে যান। এলোপাথাড়ি ইট ছুড়তে থাকে শাহজাহান শেখের অনুরাগীরা।। আচমকাই রণক্ষেত্র হয়ে ওঠে সরবেড়িয়া। আক্রান্ত হয় সংবাদমাধ্যম। আক্রান্ত হন ইডি অফিসাররাও। ২ জন ইডি আধিকারিকের মাথা ফেটে যায়। 

জেলায় জেলায় রেশন কেলেঙ্কারির ডালপালা ছড়িয়েছে বলে দাবি ইডির। সেই দুর্নীতিতেই জেলবন্দি জ্যোতিপ্রিয়। এবার ইডি রেডারে শাহাজাহান শেখ। সেই কারণেই তৃণমূল নেতার বাড়িতে হানা এজেন্সির। মন্ত্রীকে জালে তুলে ইডি স্ক্যানারে শাগরেদরাও। সরবেড়িয়া অঞ্চলে এই শাহজাহান শেখের প্রভাব প্রতিপত্তি বিশাল। ইতিমধ্যেই তল্লাশি অভিযানে গিয়ে সরবেড়িয়ায় ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন বিরোধীরা। NIA তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনায় সরব রাজ্যপালও সি ভি আনন্দ বোসও।  'গণতান্ত্রিক পরিবেশে বর্বরতা ও আক্রমণ আটকানোর দায়িত্ব সরকারের। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে, সংবিধান নিজের পথে চলবে।' কড়া বার্তা বোসের।

আরও পড়ুন, Attack on ED | Governor CV Ananda Bose: সন্দেশখালিকাণ্ডে সরব রাজ্যপাল, বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি বিরোধীদের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.