Partha Chatterjee: 'লোকসভা ভোটে তৃণমূল হাজারেরও বেশি সিট পেলে, রাজ্যপাল হবেন পার্থ চট্টোপাধ্যায়'
শিয়রে পঞ্চায়েত ভোট। এদিন কালীঘাটে নিজের বাড়িতে সাংগঠনিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন সাংসদ, বিধায়ক ও দলের প্রথমসারির নেতারা।
![Partha Chatterjee: 'লোকসভা ভোটে তৃণমূল হাজারেরও বেশি সিট পেলে, রাজ্যপাল হবেন পার্থ চট্টোপাধ্যায়' Partha Chatterjee: 'লোকসভা ভোটে তৃণমূল হাজারেরও বেশি সিট পেলে, রাজ্যপাল হবেন পার্থ চট্টোপাধ্যায়'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/17/411343-oartah.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আগামী লোকসভা ভোটে তৃণমূল হাজারেরও বেশি সিট পেলে, পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যপাল করা হবে'। নিয়োগ দুর্নীতে শাসকদলকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েতেরই মেয়াদ শেষের মুখে। নিয়ম অনুযায়ী ভোট হওয়ার কথা মে মাসেই। ভোটের বিজ্ঞপ্তি অবশ্য জারি হয়নি এখনও। তাহলে? প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল।
এদিন কালীঘাটে নিজের বাড়িতে সাংগঠনিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন সাংসদ, বিধায়ক ও দলের প্রথমসারির নেতারা। কী আলোচনা হল? সূত্রের খবর, বৈঠকে সাগরদিঘির দায়িত্বে থাকা নেতাদের ভর্ৎসনা করেন মমতা। দিদির সুরক্ষাকবচ কর্মসূচিও সম্পর্ক খোঁজখবর নেন তিনি। সঙ্গে বেশ কয়েকটি সিদ্ধান্ত।
আরও পড়ুন: Bengal Weather: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের কালবৈশাখীর পূর্বাভাস, কতদিন পর্যন্ত চলবে দুর্যোগ?
চুপ করে বসে নেই বিজেপিও। এদিন হাওড়ায় নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন দলের কর্মী-সমর্থকরা। তৃণমূলের সাংগঠনিক বৈঠক প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, 'ওই সভা চোরেদের গেট-টুগেদার। পশ্চিমবঙ্গের সাড়ে তিনশো-চারশো চোর এসেছিলেন। সেখানে কেষ্ট মণ্ডলের গ্রেফতার নিয়ে শোকপ্রস্তাব পাস হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, আগামী লোকসভা ভোটে তৃণমূল হাজারেরও বেশি সিট পেলে, পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যপাল করা হবে'।
এদিকে রাজ্যে বিরোধী দলের কর্মী-সমর্থককে মিথ্যার মামলায় ফাঁসানোর অভিযোগে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি দিয়েছিলেন শুভেন্দু। সেই চিঠি প্রেক্ষিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্র।