নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল তারাপীঠের মন্দির। শুধুমাত্র সেবাইতরা গিয়ে রোজকার পুজো দিয়ে আসতেন। এবার টানা ৩১ দিন পর সাধারণের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দ্বার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'গদ্দার বেহায়া সাংসদ', সুনীল মণ্ডলের বিরুদ্ধে এবার পোস্টার জামালপুরে  


গত ১৫ মে সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় তারাপীঠের মন্দির(Tarapith Mandir)। এতদিন পর মন্দির খুলে যাওয়ায় খুশি সেবাইত, ভক্ত ও এলাকার ব্যবসায়ীরা। 


এদিকে, মন্দির খুললেও ভক্তদের জন্য থাকছে একাধিক বিধিনিষেধ। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না পূন্যার্থীরা। স্পর্শ্ব করা যাবে না বিগ্রহ। ব্যবহার করা যাবে না মোবাইল ফোন।


আরও পড়ুন-সবান্ধবী গোলপার্কের ফ্ল্যাট খালি করার জন্য শোভনকে নোটিস ছোট শ্যালকের     


মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, কোভিড সচেতনতা মেনে মন্দিরের সামনের দরজা দিয়ে প্রবেশ করে প্রতিমা দর্শন করতে পারবেন ভক্তরা। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)