ভাটপাড়ায় BJP নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, কাঠগড়ায় তৃণমূল
অভিযোগ অস্বীকার শাসকদলের।
নিজস্ব প্রতিবেদন: ফের ভাটপাড়ায় বোমাবাজি। এবার বিজেপি নেতার বাজড়ি লক্ষ্য করে বোমাবাজি এবং বাড়ির বাসিন্দাদের মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। বোমাবাজি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিস।
অভিযোগ, মঙ্গলবার রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে বিজেপি নেতা গৌরাঙ্গ সরকারের বাড়ি লক্ষ্য করে এই বোমাবাজির ঘটনা ঘটে। মারধর করার হয় বিজেপি নেতার বাড়ির একতলায় থাকা ভাড়াটেদের। স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বোমাবাজি ও মারধরের অভিযোগ করেছেন বিজেপি নেতা গৌরাঙ্গ সরকার। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। তাঁদের পালটা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
আরও পড়ুন: মঙ্গলবার রাজ্যে Covid Vaccine পেলেন ২,৩৭,২৭৯ জন
বোমাবাজির খবর পেয়ে মঙ্গলবার রাতেই ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার পুলিস। শুরু হয় তল্লাশি। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। বুধবার সকালেও থমথমে এলাকা। চলছে পুলিসি টহল।