মঙ্গলবার রাজ্যে Covid Vaccine পেলেন ২,৩৭,২৭৯ জন

মঙ্গলবার টানা ৪২ দিন পর রাজ্যে  দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছে ১০ হাজারের নীচে

Updated By: Jun 1, 2021, 10:10 PM IST
মঙ্গলবার রাজ্যে Covid Vaccine পেলেন ২,৩৭,২৭৯ জন

নিজস্ব প্রতিবেদন: করোনা টিকার অভাবের মধ্যেই যাদের টিকা পাওয়া জরুরি তাদের করোনা ভ্যাকসিন(Covid Vaccine) দিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য়ে করোনা টিকা দেওয়া হল ২,৩৭,২৭৯ জনকে। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা টিকা পেলেন ১,৪৯,৬৩,৩৬০ জন।

আরও পড়ুন-শো-কজের জবাব দিতে চলেছেন আলাপন, কী থাকতে পারে চিঠিতে?   

উল্লেখ্য, কেন্দ্রের কাছ থেকে টিকা পাওয়ার পাশাপাশি নিজের টাকাতেও ভ্যাকসিন কিনছে রাজ্য সরকার। সেই ভ্যাকসিন আসছে ধাপে ধাপে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুয়ায়ী, ১,৮০,৯৯০ জন পেয়েছেন ভ্যাকসিনের(Covid Vaccine) প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১২,৮২২ জন। অন্যদিকে, গতকাল রাজ্যে করোনা ভ্যাকসিন পেয়েছেন মোট ৩,০১,৬১৭ জন।

অন্যদিকে, ১৮-৪৪ বছর বয়সীদেরও ভ্যাকসিন দিচ্ছে রাজ্য সরকার। ওই বয়সসীমার মধ্যে এখনও পর্যন্ত স্পেশাল ক্য়াটিগরির ১১,৯০,৬৩০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে রাজ্য সরকার সূত্রে।

আরও পড়ুন-CBSE দ্বাদশের পরীক্ষা বাতিল, 'পড়ুয়াদের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছি', ঘোষণা PM Modi-র

মঙ্গলবার টানা ৪২ দিন পর রাজ্যে  দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছে ১০ হাজারের নীচে। 
গত ২১ এপ্রিল ভোট চলাকালীন রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার পেরিয়েছিল। বীরভূম বাদে রাজ্যের অন্যান্য সব জেলাতেই সক্রিয় আক্রান্তের সংখ্যা কমতে দেখা গিয়েছে।  গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪২৪ জন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.