পাখির চোখ পঞ্চায়েত, বর্ধিত কোর কমিটিতে বার্তা মমতার
রব্যমূল্য ইস্যুতে প্রতি শনি ও রবিবার রাস্তায় নামবে তৃণমূল। সেইসঙ্গে আরও জোর কদমে মহিলাদের যুক্ত করতে হাতে নেওয়া হচ্ছে একগুচ্ছ কর্মসূচি।
![পাখির চোখ পঞ্চায়েত, বর্ধিত কোর কমিটিতে বার্তা মমতার পাখির চোখ পঞ্চায়েত, বর্ধিত কোর কমিটিতে বার্তা মমতার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/31/107675-pancha.jpg)
নিজস্ব প্রতিবেদন: টার্গেট পঞ্চায়েত ভোট। তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক থেকেই লড়াইয়ের রূপরেখা তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব কাজ শেষ করার জন্য সময় বেধে দিলেন ৩ মাস। দলীয় কর্মীদের নির্দেশ দিলেন লড়াই করতে হবে পথে নেমে।
কিন্তু কোনপথে লক্ষ্যভেদ?
- সরকারি প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়া।
- অসমাপ্ত কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলা।
- আইসিডিএস ও আশা কর্মীদের জন্য পৃথক সংগঠন।
- জনসংযোগে আরও বেশি জোর, সোশ্যাল নেটওয়ার্কিংয়ে নয়া কমিটি।
আরও পড়ুন- গোপনে তৃণমূলে যোগ দিলেন না কি আবদুল মান্নান?
এখনও সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জমানা। তাই, পঞ্চায়েত ভোটের আগে সেদিকেও কড়া নজর তৃণমূল সুপ্রিমোর। তবে, ভারচুয়ালের লড়াইটা রাস্তাতেও টেনে নিয়ে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রব্যমূল্য ইস্যুতে প্রতি শনি ও রবিবার রাস্তায় নামবে তৃণমূল। সেইসঙ্গে আরও জোর কদমে মহিলাদের যুক্ত করতে হাতে নেওয়া হচ্ছে একগুচ্ছ কর্মসূচি।
আরও পড়ুন- কেন্দ্র ও রাজ্যে প্রতিপক্ষ বিজেপি-ই, দলীয় বৈঠকে বোঝালেন মমতা
ফাস্ট রাউন্ড পঞ্চায়েত ভোট। কিন্তু, আসলে টার্গেট লোকসভা। রাজ্যের পাশাপাশি, দেশও যে তাঁর ফোকাসে এদিন সেটাও বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।