Kalna: মেয়ের জন্য দুধ আনতে বেরিয়ে নিখোঁজ শিক্ষক, ৪ দিন পর ডোবায় মিলল দেহ!
চড়া সুদে ঋণ নেওয়ার ফলে বার বার হুমকি দিচ্ছিল সুদের কারবারীরা। মৃত্যুর পরও তাঁর ফোনে সুদের কারবারীরা বারবার হুমকি দিয়ে ফোন করছে।
সঞ্জয় রাজবংশী: ৪ দিন নিখোঁজ থাকার পর গতকাল বিকেলে দেহ উদ্ধার শিক্ষকের। পরিবারের অভিযোগ,চড়া সুদে ঋণ নেওয়ার ফলে বার বার হুমকি দিচ্ছিল সুদের কারবারীরা। সেই কারণেই আত্মহত্যা করেছেন ওই শিক্ষক। তবে খুন না আত্মহত্যা, তার তদন্ত নেমেছে কালনা থানার পুলিস। আজ দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরৎপুর পারুলডাঙা উচ্চবিদ্যালয়ের শিক্ষক দয়াল মালিক। কালনা থানায় নিখোঁজ ডায়েরি করে তাঁর পরিবার। পুলিস সূত্রে খবর, ৭ সেপ্টেম্বর ভোরে মেয়ের জন্য দুধ আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন কালনা শহরের কাঁসারিপাড়া এলাকার বাসিন্দা বছর বিয়াল্লিশের ইংরেজির শিক্ষক দয়াল। তারপর তিনি আর ফেরেননি। ওই স্কুলের শিক্ষক সপ্তর্ষি মিত্র জানান, এ বার শিক্ষক দিবসের অনুষ্ঠানে নানা দায়িত্ব পালন করেছেন দয়াল। তারপরই হঠাৎ করে দয়াল নিখোঁজ হয়ে যান।
তিনি নিখোঁজ হয়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছিলেন তাঁর পরিবার ও সহকর্মীরা। এরপরই গতকাল কালনার বাসস্ট্যান্ড এলাকার একটি ডোবা থেকে তাঁর দেহ উদ্ধার করে কালনা থানার পুলিস। সহকর্মী শিক্ষকদের অভিযোগ, মৃত্যুর পরও তাঁর ফোনে সুদের কারবারীরা বারবার হুমকি দিয়ে ফোন করছে। পরিবারও অভিযোগ করেছে, সুদ কারবারীরা বার বার হুমকি দিচ্ছিল বলে। প্রসঙ্গত, লকডাউনের পর থেকে কালনা, কাটোয়া সহ পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় চড়া সুদে কারবার চলছে। সুদ কারবারীরা মাথা চাড়া দেওয়াতেই বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।