WB Weather Update: ডিসেম্বরের শেষেও শীতের চরিত্র নষ্ট, তবে আশার কথা শোনাল হাওয়া অফিস
WB Weather Update: উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। সোমবার থেকে আরও পারা পতন হবে উত্তরবঙ্গে। বুধবার থেকে জাঁকিয়ে শীতের আমেজ পেতে পারে উত্তরবঙ্গ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিসেম্বরের শেষ সপ্তাহ। শীত প্রায় উধাও। এর পর যে আর শীত ফিরবে সেই আশা ছেড়েই দিয়েছে বাঙালি। তবে এর মধ্যে শীতের পরশের কথা শোনাল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে মঙ্গলবার থেকে ফিরতে চলেছে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীত আপাতত নয়।
আরও পড়ুন-'আমাদের আন্দোলনটা....' সন্দেশখালির প্রতিবাদী মুখ এবার তৃণমূলে!
মঙ্গলবার থেকে ফিরছে শীতের আমেজ। তাপমাত্রা ১৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বাড়বে বলেই জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল বছরের শেষ দিন ও বর্ষবরণের রাতে শীতের পরশ বাড়তে পারে। এবছর ২৫ ডিসেম্বর ছিল গত কয়েক বছরের উষ্ণতম দিন। সেই পরিস্থিতি অবশ্য নেই কিন্তু শীতও তেমন পড়ছে না। আজ রাত থেকে পারদ পতন হবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কোনও কোনও অঞ্চলে ৫ ডিগ্রি পর্য়ন্ত পারদ পতন হতে পারে। অর্থাত্ কিছুটা শীতের আমেজের মধ্যেই হবে বর্ষবরণ।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। সোমবার থেকে আরও পারা পতন হবে উত্তরবঙ্গে। বুধবার থেকে জাঁকিয়ে শীতের আমেজ পেতে পারে উত্তরবঙ্গ।
কলকাতা
সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ৪ ডিগ্রি উপরে। উধাও হওয়া শীতের আমেজ আজ থেকে ফিরতে চলেছে শহরে। আজ রাত থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। কাল বর্ষ শেষ বা পরশু বর্ষবরণে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে। বর্ষবরণে স্বাভাবিকের কাছে অর্থাৎ ১৪ ডিগ্রি সেলসিয়াস এ নামতে পারে কলকাতার পারদ। সেক্ষেত্রে ৪৮ ঘণ্টায় প্রায় ৪ ডিগ্রি পারদ পতনের সম্ভবনা থাকছে শহরে।
কলকাতার তাপমান রাতের তাপমাত্রা শুক্রবার ১৫.৮ ডিগ্রি। শনিবার ১৬.৫ ডিগ্রি।
রবিবার ১৭.৬ ডিগ্রি। (স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি) গতকাল রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৮৮ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)