WB Weather Update: শীতের প্রথম স্পেলেই হাড়কাঁপানো ঠান্ডার ইঙ্গিত, ভাবাচ্ছে এক ঘূর্ণাবর্তও!

WB Weather Update: সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা

Updated By: Nov 20, 2024, 07:15 AM IST
WB Weather Update: শীতের প্রথম স্পেলেই হাড়কাঁপানো ঠান্ডার ইঙ্গিত, ভাবাচ্ছে এক ঘূর্ণাবর্তও!

অয়ন ঘোষাল: উত্তুরে হাওয়ার প্রথম স্পেলেই পুরুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াসে পারদ। কলকাতাতেও ১৮ এর ঘরে তাপমাত্রা। রাজ্যজুড়েই শীতের আমেজ। উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। এদিকে, দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে একটি ঘুর্ণাবর্ত। উত্তরপশ্চিম ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস।

আরও পড়ুন-'সোমনাথ শ্যাম খুন হলে অর্জুন সিং দায়ি থাকবে'!

দক্ষিণবঙ্গ

উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ। পশ্চিমের জেলায় শীতের দারুন প্রথম ইনিংস। শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতে। পুরুলিয়াতে ১২ এবং বীরভূমে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে নেমে গেছে তাপমাত্রা। এরকমই তাপমাত্রা থাকবে আগামী পাঁচ দিন। সপ্তাহভর শীতের আমেজ একই রকম। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। চলতি সপ্তাহে এইরকম তাপমাত্রা থাকবে। পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাতেও। এই সপ্তাহে এরকমই আবহাওয়া থাকবে।‌ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঘূর্ণাবর্তের তেমন কোনও প্রভাবের খবর আপাতত নেই।

উত্তরবঙ্গ

সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। মূলত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজে মনোরম পরিবেশ সপ্তাহভর।

কলকাতা

রাতের পারদ সামান্য বাড়লেও শীতের আমেজ অব্যাহত। আজ সকালেও ১৮ এর ঘরে কলকাতা। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও কম। আগামী ৪/৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা।

কলকাতার তাপমান

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে সামান্য বেড়ে ১৮.৫ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা একই জায়গায় বহাল। ২৭.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৮৮ শতাংশ।

 ভিনরাজ্যে

বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা আসাম এবং মেঘালয়ে। ঘন কুয়াশার দাপট দিল্লি হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে। রাতে ও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আসাম ও মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পন্ডিচেরি করাই কাল। ২২ তারিখ শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি নিকোবর দ্বীপপুঞ্জে।
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু করাইকাল কেরল মাহে পুদুচেরি সহ দক্ষিণ ভারতের কিছু রাজ্যে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.