অয়ন ঘোষাল: শিয়ালদহে লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে দুর্ভোগ কাটতে না কাটতেই ফের ট্রেন বাতিলের নোটিস ধরাল রেল। আজ, ১০ জুন বিজ্ঞপ্তি জারি করল রেল। তা থেকে জানা গেল, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশে ঈদ-উল-আধহা উদযাপন উপলক্ষে নিম্নলিখিত পরিষেবাগুলি সাময়িকভাবে বাতিল থাকবে:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেনে নিন কোন কোন ট্রেন:


আরও পড়ুন: JK Bus Tragedy: আকাশে পাক দিচ্ছে ড্রোন, জঙ্গলের গভীরে চলছে তল্লাশি! কোথাকার জঙ্গি হামলায় এই বিপর্যয়?


13109/13110 কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস


13107/13108 ঢাকা ক্যান্টনমেন্ট -কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস 


13129/13130 কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস।


* 13107 ঢাকা ক্যান্টনমেন্ট–কলকাতা মৈত্রী এক্সপ্রেস 
(যাত্রা শুরু 14.06.2024, 16.06.2024, 18.06.2024 এবং 21.06.2024)


* 13110 ঢাকা ক্যান্টনমেন্ট–কলকাতা মৈত্রী এক্সপ্রেস 
(যাত্রা শুরু 15.06.2024, 19.06.2024 এবং 22.06.2024 তারিখে)


* 13108 কলকাতা–ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস 
(যাত্রা শুরু 15.06.2024, 17.06.2024, 19.06.2024 এবং 22.06.2024 তারিখে)


* 13109 কলকাতা–ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস (যাত্রা শুরু 14.06.2024, 18.06.2024 এবং 21.06.2024 তারিখে)


* 13129 কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস 
(যাত্রা শুরু 16.06.2024 এবং 20.06.2024 তারিখে)


* 13130 খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস 
(যাত্রা শুরু 16.06.2024 এবং 20.06.2024 তারিখে)


আরও পড়ুন: Advisory on Bird Flu: নতুন আতঙ্ক? বার্ড ফ্লু নিয়ে সতর্কতা জারি প্রশাসনের...


এর আগেই জানা গিয়েছিল শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। ৬ জুন অর্থাৎ আজ মধ্যরাত থেকে ৯ জুন বেলা ২টো পর্যন্ত বন্ধ ছিল। তখন ১৬ টি প্ল্যাটফর্ম যাত্রীপরিষেবা দিয়েছিল। জুলাই মাসের শুরু থেকেই শিয়ালদহ স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম ১২ কামরার লোকাল ট্রেন যাতায়াতের জন্য তৈরি হয়ে যাবে। তখন অফিস টাইমে অতিরিক্ত ৩৩ শতাংশ যাত্রী বহন করতে পারবে পূর্ব রেল। প্রায় ৩০০ লোকাল ৯ কামরার ট্রেন থেকে ১২ কামরার ট্রেনে বদলে দেওয়া হল। প্রতি লোকাল ট্রেনে তখন অতিরিক্ত ১০০০ যাত্রী বহন করবে রেল।


জানা গিয়েছিল তিনটি স্টেজে এই কাজ হবে। স্টেজ ১: শহরের দিকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১০ মিটার বাড়ানোর কাজ। স্টেজ ২: সেখানে রুট রিলে ইন্টারলকিং এবং বৈদ্যুতিকীকরণের সিস্টেম বসানো। স্টেজ ৩: দমদম স্টেশনের দিকে বর্ধিত আরও ৬০ মিটার প্ল্যাটফর্ম তৈরির কাজ। ৩০ জুনের মধ্যে সমস্ত কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শিয়ালদহ স্টেশনের ২১ টি প্ল্যাটফর্মের সবকটি ১২ কামরার লোকাল ট্রেন ঢোকার উপযুক্ত হয়ে যাবে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)