বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে জঙ্গি, পুজোর মধ্যেই ৩ জেলায় জারি হল হাই অ্যালার্ট

গোয়েন্দা বিভাগ সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে ২ জেএমবি জঙ্গি। এদের সঙ্গে রয়েছে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র। কোচবিহারের দিনহাটা দিয়ে এরা ভারতে ঢুকেছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

Updated By: Oct 16, 2018, 06:25 PM IST
বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে জঙ্গি, পুজোর মধ্যেই ৩ জেলায় জারি হল হাই অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদন: পুজোর আনন্দের মধ্যেই আশঙ্কার খবর। উত্তরবঙ্গের ৩ জেলায় জঙ্গি নাশকতার আশঙ্কায় জারি হল হাই অ্যালার্ট। গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে বাংলাদেশ থেকে জামাত উল মুহাজিদিনের ৪ সদস্য উত্তর বঙ্গে হামলা চালাতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে তারা বিস্ফোরণ ঘটাতে পারে বলে অনুমান গোয়েন্দাদের। জঙ্গিদের ধরতে ইতিমধ্যে ৩ জেলা জুড়ে শুরু হয়েছে তল্লাশি। 

গোয়েন্দা বিভাগ সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে ২ জেএমবি জঙ্গি। এদের সঙ্গে রয়েছে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র। কোচবিহারের দিনহাটা দিয়ে এরা ভারতে ঢুকেছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। 

সপ্তমীর সকালে ফোনে অন্য কারোর সঙ্গে কথা বলছিলেন প্রেমিকা, বহুতল থেকে ঝাঁপ যুগলের

ইতিমধ্যে জঙ্গিদের ছবিও প্রকাশ করেছে পুলিস। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। নাশকতার চেষ্টা রুখতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন মণ্ডপে চলছে তল্লাশি। পুলিস কুকুর ও মেটাল ডিটেকটর দিয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। বোম্ব স্কোয়াডকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।  

.