নিজস্ব প্রতিবেদন: আমফানের তাণ্ডবে কার্যত ধ্বংশস্তুপের পরিণত হয়েছে গোটা শহর। একটা দিন কেটে যাওয়ার পরও জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। জলের তলায় বেহালার পর্ণশ্রী এলাকাও। আর সেই রাস্তার জমা জলেই একাধিক ব্যক্তির দেহ ভাসতে দেখা গেল সকাল হতেই।  স্থানীয় সূত্রে খবর, সকালে পর্ণশ্রী লেকের পাশ থেকেই উদ্ধার এক ব্যক্তির দেহ। স্থানীয়দের অনুমান, ইলেকট্রিক তার ছিঁড়ে রাস্তার জমা জলে পড়েছে। তারফলেই বিদ্যুত্স্পৃষ্ট হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অনুমান তাঁদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: করোনা আর আমফান, দুই-এর ক্ষয়ক্ষতিতে দিশেহারা দিঘার ব্যবসায়ীরা


খবর পেয়ে দুপুরের দিকে পুলিস ও NDRF টিম এসে একে একে মৃতদেহ উদ্ধার করে। পুলিসসূত্রে খবর, এখনও পর্যন্ত ৫,৬টি ভাসমান মৃত দেহ উদ্ধার করা হয়েছে এলাকা থেকে।  আশেপাশে মৃতদেহ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 


সাইক্লোনের তাণ্ডব। কয়েক ঘণ্টার মধ্যে তছনছ মহানগর। কোনও রাস্তা বাকি নেই, যেখানে গাছ পড়েনি। মাটি সমেত উপড়ে গিয়েছে আস্ত গাছ। কোথাও আবার ডাল ভেঙে পড়ে রয়েছে। সকাল হতেই শুরু হয়েছে গাছ কাটার কাজ। যা অবস্থা, তাতে কয়েক দিনেও পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেই ধারণা সকলের।