নিজস্ব প্রতিবেদন: দুর্ঘটনার কবলে অভিনেতা এবং তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। লরির সঙ্গে ধাক্কা লাগে সায়ন্তিকার গাড়ির। গাড়ির এক দিক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। সায়ন্তিকা সহ গাড়ির অন্যান্য যাত্রীরা সুস্থ আছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন: এজলাসে 'ধুন্ধুমার', SSC-র আইনজীবীকে বেরিয়ে যেতে নির্দেশ বিচারপতির


বৃহস্পতিবার সকালে সায়ন্তিকা নিজের গাড়িতে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছিলেন। সেই সময়ে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায়, দুই নম্বর জাতীয় সড়কের উপর রাজবাঁধের ওভারব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পরে গাড়িটি।  টোলগেটের কাছেই একটি ১২ চাকার লরি গাড়িটির গায়ে ধাক্কা মেরে ব্যাপক ক্ষতিগ্রস্থ করে গাড়িটিকে। গাড়ির গতি বেশি না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।  


 



আরও পড়ুন: Bombay Blood Group: দেশে রয়েছেন মাত্র কয়েকজন, কেরল থেকে বাংলার রোগীর জন্য এল বিরল গ্রুপের এই রক্ত


যে লরিটি ধাক্কা মেরেছে সেই লরি এবং তার চালককে আটক করেছে পুলিস। সায়ন্তিকার গাড়িটিকেও থানায় নিয়ে গেছে কাঁকসা থানার পুলিস। অন্য একটি গাড়িতে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যান সায়ন্তিকা।        


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App