Bombay Blood Group: দেশে রয়েছেন মাত্র কয়েকজন, কেরল থেকে বাংলার রোগীর জন্য এল বিরল গ্রুপের এই রক্ত

রক্ত না মেলায় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে যোগাযোগ করা হয় কেন্দ্রের সঙ্গে

Updated By: Dec 8, 2021, 01:16 PM IST
Bombay Blood Group: দেশে রয়েছেন মাত্র কয়েকজন, কেরল থেকে বাংলার রোগীর জন্য এল বিরল গ্রুপের এই রক্ত

নিজস্ব প্রতিবেদন: বাংলার এক রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন কেরলের এক ব্যক্তি। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রোগীর জন্য দিলেন বিরল বম্বে গ্রুপের রক্ত।

পূর্ব মেদিনীপুরের বাসিন্দা মানসুরা বিবি গত ৩ মাস ধরে ভর্তি এসএসকেএম হাসপাতালের স্ত্রী রোগ বিভাগে। ক্যান্সার আক্রান্ত ওই রোগীর জন্য রক্তের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু তাঁর গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছিল না এ রাজ্য়ে। কারণ তাঁর রক্তের গ্রুপ বম্বে ও নেগেটিভ। এই গ্রুপের রক্ত গোটা দেশে হাতে গোনা কয়েক জনের রয়েছে।

আরও পড়ুন-Kalna: ত্রিকোণ প্রেমের জের, ভয়ঙ্কর ঘটনা কালনায়

রক্ত না মেলায় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে যোগাযোগ করা হয় কেন্দ্রের সঙ্গে। এই কেন্দ্রীয় পুলের মাধ্যমেই ও নেগেটিভ রক্ত দেওয়া হয়। খোঁজখবর নিয়ে দেখা যায় কেরলের এক ব্যক্তির ওই গ্রুপের রক্তের অধিকারী।  রাজ্যের অনুরোধে কেরলের ওই ব্যক্তি তাঁর রক্ত দান করেন। সেই রক্ত বিমানে কলকাতায় এসেছে আজ সকালে। এসএসকেএম-এ আসার পরই আজই সম্ভবত মানসুরা বিবির অস্ত্রোপচার করা হবে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.