ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, মায়ের বকুনিতে আত্মঘাতী ষোলো বছরের মেয়ে!

মা বকেছে, রাগে আত্মঘাতী হল মেয়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ  চব্বিশ পরগণার  বিষ্ণুপুরে।

Updated By: Jul 23, 2018, 11:53 PM IST
ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, মায়ের বকুনিতে আত্মঘাতী ষোলো বছরের মেয়ে!

নিজস্ব প্রতিবেদন: মা বকেছে, রাগে আত্মঘাতী হল মেয়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ  চব্বিশ পরগণার  বিষ্ণুপুরে।

আরও পড়ুন- ছেলেধরা সন্দেহে বিবস্ত্র করে ‘মার’দুই মহিলাকে

পড়শোনার জন্য প্রায়শই মায়ের বকুনি শুনতো নবম জুলপিয়া  আন্ধার মানিক  হাইস্কুলের  নবম শ্রেণির ছাত্রী মৌমিতা (ডাক নাম পূজা)। সোমবার সকালে মেয়ে ঘুম থেকে উঠতে দেরি করায়ও একচোট বকেছেন মা বিশাখা সরদার। এরপর মেয়েকে ঘুম থেকে তুলে কাজে বেরিয়ে যান তিনি। বাড়িতে ছিলেন না তাঁর স্বামী বাপি সরদারও। এই ফাঁকে যা ঘটানোর, তা ঘটিয়ে দিয়েছে বছর ষোলোর মেয়ে। ওরণায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় কিশোরী।

আরও পড়ুন- ২১ জুলাইয়ে দুর্ঘটনায় মৃত দম্পতির ছেলেকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি!

বাড়ি ফিরে যে মৌমিতাকে আর জীবিত অবস্থায় দেখবেন না, তা কল্পনাও করেননি ওর মা। কাজ থেকে বাড়ি ফিরে দরজা খুলেই মেয়ের ঝুলন্ত দেহ দেখেন বিশাখা সরদার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিস। তাঁরা মৃতদেহটি উদ্ধার করে নিকটস্থ আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যায় । ময়নাতদন্তের পর কিশোরীর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন-মালবাজারে চিতার হানায় জখম ৩, চিকিৎসার খরচ দেবে বন দফতর

 

.