তৃণমূল বিধায়ক খুনের মামলায় অবশেষে চার্জশিট পেশ করতে চলেছে CID

হাঁসখালি থানার ওসি, বিধায়কের ব্যক্তিগত দেহরক্ষীকে সাসপেন্ড করা হয়। কিন্তু এরপরেই শুরু হয় তৃণমূল-বিজেপি তুমুল চাপানউতোর।

Reported By: বিক্রম দাস | Updated By: Sep 11, 2020, 09:05 PM IST
তৃণমূল বিধায়ক খুনের মামলায় অবশেষে চার্জশিট পেশ করতে চলেছে CID
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনের মামলায় অবশেষে চার্জশিট পেশ করতে চলেছে সিআইডি। সূত্রের খবর, চার্জশিটে নাম নেই মুকুল রায়ের। যদিও, বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম রয়েছে বলে খবর। 

১০ ফেব্রুয়ারি, ২০১৯। নদিয়ার হাঁসখালির ফুলবাড়ি গ্রামের সরস্বতী পুজোর অনুষ্ঠানে খুন হয়ে যান কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস। নড়ে ওঠে রাজ্য রাজনীতি। হাঁসখালি থানার ওসি, বিধায়কের ব্যক্তিগত দেহরক্ষীকে সাসপেন্ড করা হয়। কিন্তু এরপরেই শুরু হয় তৃণমূল-বিজেপি তুমুল চাপানউতোর। কার্তিক মণ্ডল, সুজিত মণ্ডল, অভিজিত্ পুণ্ডারি সহ বেশ কয়েকজনের নামে এফআইআর দায়ের হয়। 

আরও পড়ুন: সঞ্জয় রাউত শুধু নন, উদ্ধব ঠাকরেকেও ফোন করে হুমকি দিয়েছিলেন টালিগঞ্জের অভিযুক্ত

প্রত্যেকেই তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তবে খুনের ঘটনায় সবচেয়ে বড় নাম হিসেবে মুকুল রায়কে কাঠগড়ায় তোলে ঘাসফুল শিবির। নাম জড়ায় বিজেপির জগন্নাথ সরকারের নামও। সিআইডি গত দেড় বছরেরও বেশি সময় ধরে তদন্ত করার পর অবশেষে সোমবার চার্জশিট পেশ করতে চলেছে। সূত্রের খবর, 
সত্যজিত খুনের চার্জশিটে নাম নেই মুকুল রায়ের।

Tags:
.