Asansol: ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক হামলার কিনারা ৪৮ ঘণ্টাতেই, ধৃত ৪!

Asansol: বাড়ির অস্থায়ী কর্মচারী মোহাম্মদ আলীকে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে উপরে সোজা ব্যবসায়ী সুবীর বাসুর কাছে পৌঁছে যায় দুস্কৃতিরা।

Updated By: Jan 27, 2025, 02:15 PM IST
Asansol: ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক হামলার কিনারা ৪৮ ঘণ্টাতেই, ধৃত ৪!

বাসুদেব চট্টোপাধ্যায়: ব্যবসায়ীর বাড়িতে বন্দুক নিয়ে হামলার ঘটনার কিনারা করল পুলিস। ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সহ ধৃত চার। নেওয়া হবে পুলিস হেফাজতে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে হল কিনারা। একটি চার চাকার গাড়ি ও দুটি মটর সাইকেল বাজেয়াপ্ত করে পুলিস। সিসি ক্যামেরার ছবি দেখে ধরা পড়ল অভিযুক্তরা। ধৃত চার দুষ্কৃতী আসানসোলেরই বাসিন্দা।  এর আগেও একাধিক খুন ও লুটের ঘটনায় যুক্ত এই দুষ্কৃতীরা জানালো পুলিস। ধৃতরা হলো রামকৃষ্ণ ডাঙ্গালের অখিলেশ সিং; ডামরার রঘুনাথ কর্মকার, হিরাপুরের রহমত নগরের মহ সাদ্দাফ আলাম ওরফে রাজু ও মহ তাবরেজ খান।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: শীতের বিদায় আসন্ন, বৃষ্টির সম্ভাবনা! চোখ রাঙাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা...

প্রসঙ্গত, ফার্নিচার ব্যবসায়ীর বাড়িতে বন্দুক নিয়ে দুষ্কৃতীদের হামলা হয়েছিল শুক্রবার। বাড়ির অস্থায়ী কর্মচারী মোহাম্মদ আলীকে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে উপরে সোজা ব্যবসায়ী সুবীর বাসুর কাছে পৌঁছে যায় দুস্কৃতিরা। মোহাম্মদ আলী ও সুবীর বাবু চিৎকার চেঁচামেচি কড়াই ঘাবড়ে গিয়ে দুই দুষ্কৃতি পালিয়ে যাই পাশের গলি দিয়ে। পাড়া-প্রতিবেশী ততক্ষণে বাইরে বেরিয়ে চিৎকার চেঁচামেচি করলে চলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিস।

পুলিস তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস সাংবাদিক সম্মেলন করে জানান, এদের মধ্যে একজনের সংম্পর্ক ছিল ব্যাবসায়ী সুবীর বাসুর। সে জানত সকালে কেও তাকে মোটা অংকের টাকা দিয়েছে ব্যবসার জন্য। সেই টাকা সকাল সকাল লুট করে নেওয়ার উদ্দেশ্যে দুস্কৃতিরা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু মহ আলীর চিতকারে সুবীর সিঁড়ির কাছে চলে আসে। দুস্কৃতিরা উপরে উঠ বন্ধুক বার করতেই সুবীর ধাক্কা মেরে ফেলে দেয় দুস্কৃতিদের। এরপর পালিয়ে যায় সব দুস্কৃতিরা। ডিসিপি বলেন এই দুস্কৃতিদের সঙ্গে আরও কেও কেও জড়িত আছে বলে তারা জানতে পেরেছেন, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.