চিটফান্ড, পাচার তদন্তে গতি আনাতেই সিদ্ধান্ত, দায়িত্ব থেকে সরানো হল ইডি স্পেশাল ডিরেক্টরকে
একুশের ভোটের আগে এই তদন্তে গতি আনতেই দিল্লির এমন সিদ্ধান্ত বলে মনে করছে একাংশ।
নিজস্ব প্রতিবেদন: দায়িত্ব থেকে সরানো হল ইডি স্পেশাল ডিরেক্টরকে। মঙ্গলবার স্পেশাল ডিরেক্টর যোগেশকে দায়িত্ব থেকে সরানো হল। একাধিক অভিযোগ এসেছিল CBIর কাছে। রোজভ্যালি, ডিএ-সহ একাধিক তদন্ত নিয়ে একাধিক অভিযোগ কেন্দ্রীয় ২ সংস্থার মধ্যে টানাপোড়েনও চলছিল। থেমে ছিল অগ্রগতি। একুশের ভোটের আগে এই তদন্তে গতি আনতেই দিল্লির এমন সিদ্ধান্ত বলে মনে করছে একাংশ।
আরও পড়ুন: সাংসদ দেবের গ্রামে আক্রান্ত যুব তৃণমূল সভাপতি, গোষ্ঠীকোন্দল না নেপথ্যে বিজেপি?
উল্লেখ্য, নতুন ডিরেক্টির করা হলেন ভিভেক বাদেকার ইতিমধ্যেই ইডি দফতরে এসেছেন ইডি স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তা। ১৯৯১ সালের IRS ব্যাচে ছিলেন ভিভেক। অন্যদিকে প্রায় সাত বছর ইডি স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন যোগেশ গুপ্তা। আপাতত তাঁকে স্পেশাল ডিরেক্টর (অ্যাডজুডিকেশন) করে পাঠানো হল দিল্লিতে। যদিও ট্রান্সফার নিয়ে কিছু বলতে চাননি যোগেশ।
চিটফান্ড, আয়ের অতিরিক্ত সম্পত্তি মামলা-সহ একাধিক তদন্তে খুব বেশি অগ্রগতি হচ্ছিল না। মনে করা হচ্ছে এবার তদন্তে গতি আনতেই নতুন ডিরেক্টর।