প্রয়াত রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডাঃ সুকুমার হাঁসদা

২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ করা হয় সুকুমার হাঁসদাকে।

Updated By: Oct 29, 2020, 12:42 PM IST
প্রয়াত রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডাঃ সুকুমার হাঁসদা

নিজস্ব প্রতিবেদন: প্রয়াত হলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর সুকুমার হাঁসদা। শুভ সকাল ১১:১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যান্সারের সমস্যা নিয়ে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। স্পেশাল তরফে জানানো হয়েছে প্রোস্টেটের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর সুকুমার হাঁসদা। 

২০১১ সালে ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক হন ডক্টর সুকুমার হাঁসদা বাংলার পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হিসেবে তাঁকে নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ করা হয় সুকুমার হাঁসদাকে। তারপর মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়াত হলেন এই আদিবাসী নেতা।

.