রাজ্যে একধাক্কায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে ১০৭১, শীর্ষে কলকাতা
রাজ্যের ২৩টি জেলার মধ্যে ১৯টি জেলাই কনটেনমেন্ট জোন। রাজ্যে সর্বাধিক কনটেনমেন্ট জোন রয়েছে কলকাতায়। মহানগরে সেই সংখ্যা ২৮৬ টি।
নিজস্ব প্রতিবেদন: ১৩ দিনে রাজ্যে করোনা কনটেনমেন্ট জোন বেড়ে দ্বিগুণ! গত ১৫ মে রাজ্যে মোট কনটেনমেন্ট জোন ছিল ৫৭৭টি, বৃহস্পতিবার কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭১। রাজ্যের ২৩টি জেলার মধ্যে ১৯টি জেলাই কনটেনমেন্ট জোন। রাজ্যে সর্বাধিক কনটেনমেন্ট জোন রয়েছে কলকাতায়। মহানগরে সেই সংখ্যা ২৮৬ টি।
আরও পড়ুন: সুরক্ষার কথা ভাবছে না মালিকপক্ষ, বাস পরিষেবার কাজে যোগ দিতে নারাজ কর্মীরা
নবান্ন সূত্রে মনে করা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ার জন্যই হু-হু বাড়ছে কনটেনমেন্ট জোনের সংখ্যা। উল্লেখ্য, সরকারের তরফে শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী সাড়ে ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ রাজ্য়ের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন।
সবমিলিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৩৬ জন। এরমধ্যে কলকাতায় এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯০০ জন। একইসঙ্গে রাজ্যে বেড়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৬ জন। ফলে রাজ্যে করোনায় মোট মৃত বেড়ে এখন ২২৩ জন।