নির্বাচনের আগে কৃষকদের পাশে দাঁড়ানো হল না মুখ্যমন্ত্রীর! 'কৃষকবন্ধু' প্রকল্পে রাজ্যকে ছাড় দিল না কমিশন

নিজস্ব প্রতিবেদন : নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। আর তাই নির্বাচন বিধির আওতায় আটকে পড়ে রাজ্যের একাধিক সামাজিক প্রকল্প। 'সমব্যথী', 'রূপশ্রী' প্রকল্প চালু রাখার পক্ষে সায় দিলেও 'কৃষকবন্ধু' প্রকল্পে রাজ্যকে ছাড় দিল না নির্বাচন কমিশন।

রাজ্য সরকারের সামাজিক প্রকল্প 'রূপশ্রী', 'কৃষকবন্ধু' 'সমব্যথী','স্বাস্থ্য সাথী' এই প্রকল্পগুলি চালু রাখার জন্য রাজ্য সরকার সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে আবেদন জানিয়েছিল। সেই চিঠি সিইও অফিস থেকে পাঠানো হয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে। এরপর নির্বাচন কমিশন 'সমব্যথী', 'রূপশ্রী' প্রকল্পকে সম্মতি দিলেও 'কৃষকবন্ধু' প্রকল্পে সম্মতি মেলেনি।  

আরও পড়ুন - বাবুল সুপ্রিয়র মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে কমিশনকে চিঠি দিলেন অভিষেক

এমনকি কৃষকদের থেকে আলু কেনার সিদ্ধান্তেও সায় দিল না কমিশন। ফলে নির্বাচনের আগে কৃষকদের পাশে দাঁড়ানো হল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কৃষক বন্ধু প্রকল্পে ৫০০০ টাকা করে কৃষকদের দেওয়ার কথা ছিল এই প্রকল্পে। শুধু তাই নয়, মৃত্যুর পর ২ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আলুর উৎপাদন এবছর বেশি হওয়ায় সরাসরি কৃষকদের থেকে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। ১৭মার্চ পর্যন্ত আলু কেনার কথা ছিল। সেই সময়সীমা বাড়িয়ে ২৪মার্চ পর্যন্ত করতে চেয়ে কমিশনে চিঠি দেয় রাজ্য। সেক্ষেত্রেও অনুমতি দেয়নি নির্বাচন কমিশন।

English Title: 
The State Government did not get the clearance from the Election Commission of India On co-operative project for the Farmers'.
News Source: 
Home Title: 

নির্বাচনের আগে কৃষকদের পাশে দাঁড়ানো হল না মুখ্যমন্ত্রীর! 'কৃষকবন্ধু' প্রকল্পে রাজ্যকে ছাড় দিল না কমিশন

নির্বাচনের আগে কৃষকদের পাশে দাঁড়ানো হল না মুখ্যমন্ত্রীর! 'কৃষকবন্ধু' প্রকল্পে রাজ্যকে ছাড় দিল না কমিশন
Yes
Is Blog?: 
No
Section: