ফের দুঃসাহসিক চুরি বর্ধমানে

ওই বাড়ির নীচে একটি দোকানঘরও রয়েছে।  দোকানঘর থেকে চুরি হয়েছে নগদ ২০ হাজার টাকা ও বিভিন্ন সামগ্রী। তার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকার মধ্যে বুধবারই ব্যাঙ্ক থেকে তোলা  স্বনির্ভর গোষ্ঠীর জন্য লোনের ৫০ হাজার টাকাও লুঠ হয়েছে।

Updated By: Sep 13, 2018, 04:20 PM IST
ফের দুঃসাহসিক চুরি বর্ধমানে

নিজস্ব প্রতিবেদন:   দরজায় সাতটি তালা লাগিয়েও লাভ হল না কিছুই।  সাতটি তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমানেক আউশগ্রামে।

আউশগ্রামের আলিগ্রামের এক বাড়িতে বুধবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।  বাড়ির সাতটি তালা ভেঙে নগদ ৭০ হাজার টাকা, কয়েক হাজার টাকার কাঁসার বাসন,১৪ ভরি সোনার গয়না, দামী মোবাইল ও ঘড়ি চুরি হয়েছে বলে দাবি পরিবারের।

আরও পড়ুন: জামাই শ্বশুরকে ফোন করে শুধু 'বাবা' বলেছিলেন, তাতেই বিপদ জানান দিয়েছিল!

ওই বাড়ির নীচে একটি দোকানঘরও রয়েছে।  দোকানঘর থেকে চুরি হয়েছে নগদ ২০ হাজার টাকা ও বিভিন্ন সামগ্রী। তার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকার মধ্যে বুধবারই ব্যাঙ্ক থেকে তোলা  স্বনির্ভর গোষ্ঠীর জন্য লোনের ৫০ হাজার টাকাও লুঠ হয়েছে।

আরও পড়ুন:  পাত্রী দেখতে গিয়ে তাঁর বাড়িতে বারাকপুরের পাত্র যা ঘটালেন, তা এই রাজ্যে কেন দেশে কোথাও আগে ঘটেনি!

গত এক মাস ধরে  ভাতাড়, গুসকরায় একের পর এক চুরির ঘটনায় কোন ক্ষেত্রেই কিনারা করতে পারেনি পুলিশ।  ভাতাড় থানার ওড়গ্রাম, কাশিপুর ও বুড়িপুকুরডাঙ্গায় ৭ টি বাড়িতে চুরি হয়েছে গত এক মাসে।  গুসকরা শহরের দুটি বাড়িতেও চুরি হয়। তারপর ফের চুরি হল আউশগ্রামের আলিগ্রামে। এখন পর্যন্ত পুলিশ সিরিয়াল চুরির ঘটনায় কোন সাফল্য পায় নি।  

.