Deganga: প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চুরি, সরষের মধ্যেই ভূত!
চুরি গিয়েছে ১টি কম্পিউটার মেশিন, দুটি ব্যাটারি, ১টি ইনভার্টার সহ বেশকিছু সরঞ্জাম।
মনোজ মন্ডল : সরষের মধ্যেই ভূত! দেগঙ্গার চাকলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চুরি। অভিযোগ, সেই চুরির সাথে যুক্ত নাকি হাসপাতালের কর্মীরাই! এই নিয়ে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
স্থানীয় সূত্রে খবর, সোমবার স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা এসে দেখেন যে হাসপাতালে চুরি হয়েছে। চুরি গিয়েছে ১টি কম্পিউটার মেশিন, দুটি ব্যাটারি, ১টি ইনভার্টার সহ বেশকিছু সরঞ্জাম। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে যে, ছাদের চিলেকোঠার দরজা ভেঙেই ঢুকেছে দুষ্কৃতীরা। তারপর ব্যাটারি সহ চুরির সামগ্রী ছাদ থেকে নামিয়ে পাঁচিল টপকে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের এই দাবি অবশ্য মানতে নারাজ গ্ৰামবাসীরা।
তাঁরা যুক্তি দিয়ে বলছেন, ছাদের চিলেকোঠার ঘরের দরজা আমফানের সময় থেকে ভাঙা। ভারী ব্যাটারি ছাদ থেকে নীচে নামানো অসম্ভব। হাসপাতাল কর্তৃপক্ষ চুরির নাটক করছে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এর আগেও হাসপাতাল কর্তৃপক্ষ জেনারেটর চুরির মিথ্যে নাটক করেছিল। তবে ইতিমধ্যেই চুরির লিখিত অভিযোগ জমা পড়েছে দেগঙ্গা থানায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন, Arms Factory: মাদক ব্যবসায়ীকে জেরায় মিলল সূত্র, পুকুর থেকে উদ্ধার অস্ত্র তৈরির সরঞ্জাম