Hooghly: মাদুলি কিনতে 'ক্রেতা' সেজে দোকানে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট...
Hooghly: শনিবার দুপুরে দোকান বন্ধ করার সময়ে দুই যুবক ক্রেতা সেজে দোকানে ঢোকে। দোকান সে সময়ে ফাঁকাই ছিল। সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা।
বিধান সরকার: সোনার দোকানে পরের পর দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। আসানসোল ও দুর্গাপুরের পরে এবার হুগলিতে। মাদুলি কিনতে ক্রেতা সেজে সেখানকার এক দোকানে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী! চণ্ডীতলার বরতাজপুরের এক সোনার দোকানের ঘটনা। সিসিটিভির ফুটেজে গয়না হাতানোর দৃশ্য ধরা পড়ে। পুলিস তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: North Bengal Heavy Rain: অবিরাম বৃষ্টি, বাড়ছে নদীর জল, জারি লাল সতর্কতা...
জানা গিয়েছে, গতকাল শনিবার দুপুরে দোকান বন্ধ করার সময়ে দুই যুবক ক্রেতা সেজে দোকানে ঢোকে। দোকান সে সময়ে ফাঁকাই ছিল। সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা। একজন দোকানে থাকা মালিককে বলে রুপোর মাদুলি দেখাতে। তার পর একটার পর একটা গয়না দেখাতে বলে সে। অন্য জন দোকানের গেটের সামনে বসে থাকে। পরে যে গয়না দেখছিল সে নিজেই ড্রয়ার খুলে গয়না দেখতে থাকে।
দোকানের মালিক জাকির হোসেন সে সময়ে দোকানে ছিলেন না। তাঁর ছেলে সেখ জিশান একাই ছিলেন দোকানে। তিনি কিছু বুঝে ওঠার আগেই সোনার চেন, আংটি পকেটে ভরে চম্পট দেয় দুই দুষ্কৃতীরা। দুজনেই হিন্দিভাষী। সেই হিসেবে তারা ভিন রাজ্যের বাসিন্দা বলে দাবি দোকান মালিকের ছেলে সেখ জিশানের। দুই দুষ্কৃতীর কার্যকলাপ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
আরও পড়ুন: Nepal: বিপুল বর্ষণ, ভয়ংকর ভূমিধস! ঘুমের মধ্যেই মৃত্যু গোটা পরিবারের...
সোনার দোকানের তরফে ইতিমধ্যেই চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)