শিক্ষকের বাড়ি থেকে উধাও রাষ্ট্রপতি পদক, সড়ক অবরোধ স্থানীয় বিজেপির

পুলিসি নিষ্ক্রিয়তায় ঘটছে চুরি, দাবি অবরোধকারীদের

Updated By: Nov 30, 2020, 12:45 PM IST
শিক্ষকের বাড়ি থেকে উধাও রাষ্ট্রপতি পদক, সড়ক অবরোধ স্থানীয় বিজেপির

নিজস্ব প্রতিবেদন: খোয়া গেল রাষ্ট্রপতি পুরস্কার, টাকাও। এ দিকে পুলিসি নিষ্ক্রিয়তার জন্যেই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে অভিযোগ তুলে বিজেপি অবরোধ করল স্থানীয় সড়ক। অবরোধের ফলে তৈরি হয়েছে যানজট। অসুবিধায় স্থানীয় লোকজন। 

চুরির ঘটনাটি ঘটেছে গতকাল, রবিবারে বৈঁচিবাটিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজতরঞ্জন ঘোষালের সিমলাগড় শিরীষতলার বাড়িতে। এ দিকে পথ অবরোধের ঘটনাটি ঘটেছে জিটি রোডে আজ, সোমবার।

রজতরঞ্জন তাঁর ভাইয়ের বিয়ে উপলক্ষে সপরিবার দুর্গাপুর গিয়েছিলেন। সকালবেলা গিয়ে ফিরে আসেন রাতেই। বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন ঘরের সমস্ত জিনিস লন্ডভন্ড। হাজারচল্লিশেক টাকা খোয়া গিয়েছে। সর্বোপরি, পেশাগত জীবনের কাজের স্বীকৃতিস্বরূপ যে দু'টি রাষ্ট্রপতি পুরস্কার তিনি অর্জন করেছিলেন খোয়া গিয়েছে সেই পদকদু'টিও! পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিস তদন্তও শুরু করেছে।

এ দিকে, আজ সোমবার সকাল থেকেই পাণ্ডুয়া থানার সিমলাগড় জিটি রোড অবরোধ করল স্থানীয় বিজেপি নেতৃত্ব। সাধারণ মানুষের সূত্রে জানা যাচ্ছে, বেশ কয়েক দিন ধরেই এই এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে। ক'দিন আগেই এই সড়কে এক মহিলার মোবাইল ছিনতাই হয়েছে। এর পরে গতকাল, রবিবার রঞ্জন ঘোষালের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সব ক্ষেত্রেই পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধে নেমেছে বিজেপি।

স্থানীয় বিজেপি নেতা ভজহরি শর্মা জানান, পুলিসি গাফিলতির জন্যই এ এলাকায় দীর্ঘদিন ধরে চুরি-ছিনতাই চলছে। অবিলম্বে এই সব চুরির কিনারা করতে হবে। অপরাধীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় প্রতিবাদ বৃহত্তর হবে। পাণ্ডুয়া থানার তরফে জানানো হয়েছে, তারা সব অপরাধেরই তদন্ত করে। চুরি-ছিনতাইয়ের তদন্তও করা হচ্ছে। অপরাধী শীঘ্রই ধরা পড়বে।

আরও পড়ুন: 'কোলে চড়ে আছেন অভিষেক, এখনও দুধের দাঁত পড়েনি'! কটাক্ষ দিলীপ, রাজুর

.