নিজস্ব প্রতিবেদন : স্কুটি চেপে তার চুরি করতে এসেছিল চোর। ধরা পড়ে যাওয়ায় জনরোষ থেকে বাঁচতে চড়ে বসল মোবাইল টাওয়ারে। অনেক বুঝিয়ে পুলিস  নীচে নামাতেই চোর বাবাজিকে ধরে চলল গণধোলাই। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির সুভাষনগরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ময়নাগুড়ির সুভাষনগর এলাকায় রয়েছে বেসরকারি টেলিকম সংস্থার এই মোবাইল টাওয়ার। অভিযোগ, মাঝে মাঝেই সেখান থেকে চুরি যেত তার ও ব্যাটারি। প্রভাব পড়ত পরিষেবায়। বিরক্ত বাসিন্দারা নিজেদের উদ্যোগেই টাওয়ারে নজরদারি চালাতে শুরু করেন।


আরও পড়ুন, ঘুম থেকে উঠেই পাহাড়ি রাস্তায় ছুটলেন মুখ্যমন্ত্রী! ভিডিয়ো ভাইরাল


আরও পড়ুন, সার্কিট হাউজে মুখ্যমন্ত্রী, পিছনের জঙ্গলে ৩ চিতাবাঘের 'টহলদারি'!


বুধবার গভীর রাতে খুটখাট শব্দ শুনে সতর্ক হন তাঁরা। টাওয়ারের কাছে যেতেই সকলের চক্ষু চড়কগাছ হয়ে যায়! জনরোষ থেকে বাঁচতে টাওয়ারে উঠে পড়ে চোর। কিন্তু শেষরক্ষা হয়নি। চোর দেখতে ভিড় জমে যায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল। এরপর তাকে বুঝিয়ে সুঝিয়ে নীচে নামানোর পরই শুরু হয় গণধোলাই।


আরও পড়ুন, 'আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে মাটিতে ফেলে দেয়', কাকিমার উপর চড়াও ভাসুরপো, তারপর...


আরও পড়ুন, ডিভোর্সের মামলার মধ্যেই স্বামীর বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা যুবতীর, মর্মান্তিক পরিণতি প্রেমিকের


কোনওমতে পুলিস তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে ধৃত ব্যক্তির নাম কুমার সাহা। সে জলপাইগুড়ির পাতকাটা কলোনির বাসিন্দা। এর আগেও বেশ কয়েকবার সে এখান থেকে তার ও ব্যাটারি চুরি করেছে।