Jalpaiguri: এটিএম ভেঙে তছনছ, সোনার দোকানেও হানা চেরের, সিসিটিভিতে ধরা পড়ল ছবি

গত সপ্তাহেও ময়বনাগুড়ির রানীরহাট চৌরঙ্গী এলাকায় একই কায়দায় একটি দোকানে চুরি করে চোর

Updated By: Apr 17, 2022, 08:14 PM IST
Jalpaiguri: এটিএম ভেঙে তছনছ, সোনার দোকানেও হানা চেরের, সিসিটিভিতে ধরা পড়ল ছবি

নিজস্ব প্রতিবেদন: সোনার গহনার দোকান থেকে এটিএম। চোরের হানায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। সিসিটিভিতে ধরা পড়লে সেই ছবি।

শনিবার রাতে ময়নাগুড়ির ভোটপট্টি বাজারে বাবু সরকার নামে এক ব্যক্তির সোনার দোকানে হানা দেয় চোর। সেখান থেকে কিছু রুপোর গহনা নিয়ে চম্পট দেয়। একইসঙ্গে পাশের একটি এটিএমও ভাঙচুর চালায়। তবে এটিএমের টাকা নিতে পেরেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিস। তখন দেখা যায় ওই এটিএম-র পাশে একটি মন্দিরের প্রণামীর বাক্স নিয়েও পালিয়েছে চোর। পুলিসের দাবি, চুরির চেষ্টা হলেও তাতে সফল হয়নি দুষ্কৃতী।

উল্লেখ্য, গত সপ্তাহেও ময়বনাগুড়ির রানীরহাট চৌরঙ্গী এলাকায় একই কায়দায় একটি দোকানে চুরি করে চোর। সিসিটিভিতে ধরা পড়ে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন-Ripun Bora Joins TMC: তৃণমূলে অসম কংগ্রেসের প্রাক্তন প্রধান, জানালেন দলত্যাগের কারণ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.