নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রকে নিশানা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলে থাকেন, আমাকে ধমকে চমকে কিছু হবে না। এবার সেই একই সুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার কাঁথির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে খোলাখুলি মমতাকে চ্যালেঞ্জ করেন শিশিরপুত্র। বিজেপি নেতা বলেন, হুমকি দিয়ে কোনও লাভ হবে না। রাজীব গান্ধী, জ্যোতি বসুরা পারেননি। তাদের থেকে আপনি শক্তিশালী নন। অতএব কাঁথি পুরসভার নির্বাচনে অধিকারীদের ধমক দিয়ে কোনও লাভ নেই।


গতকালই নন্দীগ্রাম পুলিসি সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যেই ১৫ ডিসেম্বর থেকে শুরু করছে গ্রাম চলো অভিযান। কেন বিজেপির পুলিসি সন্ত্রাসের অভিযোগ? গেরুয়া শিবিরের তরফে বেশ কিছুদিন ধরেই অভিযোগ করা হচ্ছে পুলিস ও শাসকদল পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে বিজেপি কর্মী-সমর্থদের উপরে। সম্প্রতি জেলা কৃষি আধিকারিককে মারধরের ঘটনায় বেছে বেছে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। বুধবার একইভাবে সেরকমই হুঁশিয়ারি দেন শুভেন্দু।


আরও পড়ুন-৫ বছরে ভারতের নাগরিকত্ব ছেড়েছেন লক্ষ লক্ষ মানুষ, লোকসভায় জানালেন কেন্দ্রীয় মন্ত্রী


অতীতের ঘটনা মনে করিয়ে দিতে গিয়ে শুভেন্দু বলেন, সেইসময় কংগ্রেসের হাতে ৪০৩ এমপি। রাজীব গান্ধী ৩টে কপ্টার নিয়ে কাঁথি এসেছিলেন। তাঁকে দিয়ে অধিকারীদের বিরুদ্ধে বলানো হয়েছিল। মানুষ বিশ্বাস করেনি। 


এখানেই থেমে থাকেননি শিশিরপুত্র। বলেন, প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা ও ২৩ বছরের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে ১৯৯৫ সালে কাঁথির খাসমহলে এনেছিল সিপিএম। সেবারও পুরসভার অবিভক্ত কংগ্রেস শিশির অধিকারীর নেতৃত্বে জিতেছিল। আমিও তখন কাউন্সিলর ছিলাম। তাই পুরভোটে অধিকারীদের ধমক দিয়ে কোনও লাভ নেই।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)