মত্ত অবস্থায় দুর্গা মণ্ডপে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দুমাদ্দুম দশমী সারলেন স্থানীয়রা

এলাকায় দেখা মেলে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের। তাকে পেয়েই বেধড়ক মারধর শুরু করেন স্থানীয়রা। মাটিতে ফেলে চলে লাথি ঘুসি। 

Updated By: Oct 19, 2018, 06:00 PM IST
মত্ত অবস্থায় দুর্গা মণ্ডপে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দুমাদ্দুম দশমী সারলেন স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদন: মত্ত অবস্থায় দুর্গামণ্ডপ ভাঙচুর করে এলাকাবাসীর রোষে পড়লেন এক তৃণমূল কাউন্সিলর। উত্তরপাড়ার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমিত চক্রবর্তীকে সামনে পেয়ে বেধড়ক দেন স্থানীয়রা। কাউন্সিলরের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগও দায়ের হয়েছে। ঘটনায় দায় ঝেড়েছে তৃণমূল। 

অভিযোগ, বৃহস্পতিবার ভোর রাতে মত্ত অবস্থায় সাঙ্গপাঙ্গ নিয়ে স্থানীয় ইয়ং স্টার ক্লাবের পুজোমণ্ডপে ভাঙচুর চালান। স্থানীয়রা এসে পৌঁছনোর আগেই এলাকা ছাড়েন কাউন্সিলর। এই নিয়ে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। শুরু হয় পথ অবরোধ। 

এরই মধ্যে এলাকায় দেখা মেলে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের। তাকে পেয়েই বেধড়ক মারধর শুরু করেন স্থানীয়রা। মাটিতে ফেলে চলে লাথি ঘুসি। 

উত্সবের মরশুমে ধামাকা অফার, ১ বছরের জন্য ফ্রি হয়ে যেতে পারে আপনার Jio

স্থানীয়দের দাবি, কাউন্সিলরের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। কেন ভাঙচুর করলেন জানি না। ঘটনার দায় নিতে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উত্তরপাড়া - কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, 'এই ধরণের বেয়াদপি বরদাস্ত করবে না দল।'

.