নিজস্ব প্রতিবেদন : পাশে দুই মন্ত্রী। একজন প্রাক্তন। অন্যজন বর্তমান। ছিলেন উপ-পুরপ্রধানও। তাঁদেরকে সঙ্গে নিয়েই ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার (National Anthem Controversy) অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) বিরুদ্ধে। তৃণমূল নেত্রীর ভুল জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেন Zee ২৪ ঘণ্টা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে এঘটনা ঘটে। অভিযোগ, মঞ্চে দাঁড়িয়ে ভুল জাতীয় সঙ্গীত গান কাঁথি পুরসভার (Contai Municipality) চেয়ারম্যান ইন কাউন্সিল রিনা দাস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। তাঁরা রিনা দাসের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে সরব হয়েছেন। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সব ধরনের সোশ্যাল মিডিয়ায় বিজেপি কর্মী-সমর্থক থেকে নেতৃত্বরা ভিডিও ক্লিপিংসটি শেয়ার করতে থাকেন। এই বিতর্কের জেরে রীতিমতো অস্বস্তিতে পড়েছে শাসকদল। যদিও ভুল জাতীয় সঙ্গীত গাওয়া বিতর্কে রিনা দেবীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের লাগামছাড়া পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার কাঁথি শহরে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁথি পুরসভার উপ-পুরপ্রধান সুপ্রকাশ গিরি, কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। 
অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি করার কথা ঘোষণা করেন যুব তৃনমূলের সভাপতি তথা অনুষ্ঠানের আয়োজক সুপ্রকাশ গিরি। 


তখনই মাইক হাতে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন কাঁথি পুরসভার কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল রিনা দাস। অভিযোগ, তিনি দুই মন্ত্রী, উপ-প্রধানের পাশে দাঁড়িয়ে ভুল জাতীয় সঙ্গীত গান। এখন রিনা দাস শুধু কাউন্সিলর নন, তিনি একটি স্কুলের পার্শ্বশিক্ষিকাও! স্বভাবতই, শিক্ষিকা নিজেই ভুল জাতীয় সঙ্গীত গাওয়ায় বিজেপি নেতৃত্বরা বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। অন্যদিকে দৃশ্যতই বিব্রত শাসকদল।



আরও পড়ুন, Narendranath Chakraborty Viral Video: তৃণমূল বিধায়কের 'চমকানো'র হুমকি! গ্রেফতারির দাবিতে সিপিকে চিঠি, কমিশনে নালিশ বিজেপির


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)