রাতভর বোমা-গুলির লড়াইয়ে উত্তপ্ত নানুর
এলাকা দখল নিয়ে দুপক্ষের লড়াই পুরনো ঘটনা। বুধবার রাতে তা আবার মাথাচাড়া দিয়ে ওঠে নতুনগ্রামে।
নিজস্ব প্রতিবেদন: আবারও গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের নানুর। দফায় দফায় বোমাবাজি নানুরের নতুনগ্রাম। স্থানীয় রহিম ও আলির অনুগামীদের মধ্যে রাতভর লড়াই সংঘর্ষ। তিনটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আহত দুপক্ষের তিনজন। বিশাল পুলিস বাহিনী পৌঁছেছে গ্রামে।
আরও পড়ুন: কোন পথে রথযাত্রা? আজ প্রশাসন-বিজেপি বৈঠক লালবাজারে
এলাকা দখল নিয়ে দুপক্ষের লড়াই পুরনো ঘটনা। বুধবার রাতে তা আবার মাথাচাড়া দিয়ে ওঠে নতুনগ্রামে। অভিযোগ, আচমকাই রাতে রহিম গোষ্ঠীর লোক বোমাবাজি শুরু করে এলাকায়। বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা। কিছুক্ষণের মধ্যেই পাল্টা হামলা শুরু করে আলির অনুগামীরা। বুধবার রাতভর দুপক্ষের মধ্যে লড়াই চলে। বোমা ও গুলির লড়াইয়ে ত্রস্ত হয়ে পড়েন গ্রামবাসীরা।
আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে কোনও আপত্তিকর মন্তব্য করতে পারবেন না কৈলাস বিজয়বর্গীয়, নির্দেশ হাইকোর্টের
রাতেই এলাকার তিনটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাতে খবর পেয়ে গ্রামে ঢোকে পুলিস।
বৃহস্পতিবার সকালে এখনও পর্যন্ত নতুন করে উত্তেজনা না ছড়ালেও থমথমে গোটা গ্রাম। পুরুষশূন্য এলাকায় এখন শুধুই ভারী বুটের আওয়াজ। বন্ধ দোকানপাট, রাস্তাঘাট ফাঁকা।