Video: `মীরজাফর, গদ্দার দূর হাটাও` রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ডোমজুড়ে তুমুল `বিক্ষোভ`
অভিযোগ ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদন: নিজের এক সময়ের গড় ডোমজুড়েই বিক্ষোভের মুখে পড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। দেখানো হল কালো পতাকা। প্রাক্তন বিধায়ককে ঘিরে দেওয়া হল মীরজাফর, গদ্দার, বেইমান বিশ্লেষণযোগে স্লোগান। পরিস্থিতি খারাপ বুঝে এলাকা ছাড়লেন প্রাক্তন বিধায়ক।
শুক্রবার রাতে প্রয়াত হন ডোমজুড়ের তৃণমূল নেতা সুধীর ঘোষ। বয়স হয়েছিল ৮০। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। শনিবার সকাল থেকেই তাঁর বাড়িতে ভিড় জমিয়েছিলেন তৃণমূলের ছোট-বড় নেতা, কর্মীরা। ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ও (Rajib Banerjee) তাঁর বাড়িতে যাচ্ছিলেন। অভিযোগ, সলপ মোড়ে তাঁর গাড়ি আটকানো হয়। এরপর বিক্ষোভ দেখাতে থাকেন একদল মানুষ। তাঁরা সকলেই তৃণমূল কর্মী বলে একাংশের দাবি। অভিযোগ, প্রাক্তন বিধায়ককে ঘিরে গো-ব্যাক স্লোগান দেোয়া হয়। কালো পতাকা দেখানো হয়। রাজীবের বিরুদ্ধে মীরজাফর, গদ্দার, বেইমান ইত্যাদি নানান বিশ্লেষণ ব্যবহার করা হয়। বিক্ষোভ বাড়তে থাকলে বাধ্য হয়ে এলাকা ছাড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়।
ঘটনার নিন্দে করেছেন প্রয়াত তৃণমূল নেতা সুধীর ঘোষের ভাইপো তথা সলপ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান গোপাল ঘোষ। উল্টে ডোমজুড়ের বর্তমান বিধায়ক কল্যাণ ঘোষের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ওই ঘটনার পিছনে তাঁর অঙ্গুলিহেলন রয়েছে বলে দাবি করেছেন। সমস্ত অভিযোগ উড়িয়েছেন ডোমজুড়ের বর্তমান বিধায়ক কল্যাণ ঘোষ। তাঁর পাল্টা দাবি, ডোমজুড়ের মানুষের সঙ্গে বেইমানি করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তাই সাধারণ মানুষ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন। ঘটনার সঙ্গে তৃণমূলের (TMC) যোগ নেই।
তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিটে ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে দু'বার বিধায়ক নির্বাচিত হন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীও ছিলেন। কিন্তু একুশের বিধানসভা ভোটের আগে তাল কাটে। তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন তিনি। নির্বাচনে পরাজিত হন। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ত্রিপুরার একটি সভায় ফের তৃণমূলে যোগ দিয়েছেন রাজীব।
আরও পড়ুন: Katwa: চুম্বন করে গুলি ছোঁড়ে প্রেমিকা, 'ধর্ষণ'-এর দায়ে এবার ধৃত প্রেমিক
আরও পড়ুন: Weather Today: শীতের দুরন্ত ব্যাটিং রাজ্যে, জাঁকিয়ে ঠান্ডায় রেকর্ড পারদ পতন