নিজস্ব প্রতিবেদন: 'এরা হচ্ছে উইপোকা। এইসব মানুষরা যত আমাদের দল থেকে বেরিয়ে যায়, ততই দলটার শুদ্ধিকরণ হবে।' মালদহে (Malda) পথসভা থেকে তোপ দাগলেন যুব তৃণমূলের (TMC) সহ সভাপতি সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তাঁর কটাক্ষ, 'এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে চলেছে। কিন্ত গত ৬ বছর ধরে কি করে গিয়েছেন, তা এখন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন।' নিশানায় কি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)? প্রশ্ন রাজনৈতিক মহলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর বিভিন্ন জনসভায় তৃণমূলকে (TMC) কড়া ভাষায় আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভাইপো সম্বোধন কটাক্ষ করতে ছাড়ছেন না সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee)। স্লোগান তুলেছেন, 'তোলাবাজ ভাইপো হটাও'। এদিন পশ্চিম মেদিনীপুরের সবং-র সভা ছিল শুভেন্দুর। সেখানেও তিনি বলেন, 'তোলাবাজ ভাইপো বলেছিল, এক বাপের ব্যাটা হলে আলাদা আঞ্চলিক দল করল না কেন? আঞ্চলিক দল করে আমি যদি কিছু ভোট কাটতাম তাহলে ওদের সুবিধে হত। ভাইপোর ওই ফাঁদে পা দিইনি। আমি আঞ্চলিক দল করিনি। দুনিয়ার সবচেয়ে বড় দল বিজেপিতে(BJP) যোগদান করেছি।' 


আরও পড়ুন: খাতায়কলমে পর্যবেক্ষক নয়, বিভিন্ন জেলার দায়িত্বে ফের TMC-র সিনিয়র নেতারা


মালদহে বুধবার তৃণমূলের (TMC) শাখা সংগঠন জয়হিন্দ বাহিনীর তরফে একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথসভায় যুব তৃণমূলের সহ-সভাপতি সোহম চক্রবর্তী (Soham Chakraborty) বলেন, 'এত সাহস! এত ঔদ্ধত্য! দল থেকে বেরিয়ে গিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দিকে আঙুল তুলছে। তাকে বলছে, সে নাকি তোলাবাজ! টিভির পর্দার আপনাদের দেখা গিয়েছে, মুঠো মুঠো টাকা নিচ্ছে। তোলাবাজের চূড়ামণি তুমি।' সঙ্গে বিজেপিকে (BJP) হুঁশিয়ারি, 'বাংলায় ঘুরতে এসো, বাংলাকে দেখতে এসো। মালদহের মিষ্টি আম দিয়ে তোমাদের স্বাগত জানাব। কিন্তু যদি বাংলার দিকে কুনজরে তাকিয়েছ, তাহলে আমের আঁঠি ছু়ঁড়ে মারব।'


প্রসঙ্গত, ১৯ ডিসেম্বরে মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেদিন মঞ্চে দাঁড়িয়ে তিনি নিজেই বলেছিলেন, অমিত শাহের সঙ্গে তাঁর যোগাযোগ শুরু ২০১৪ সালে। সেই হিসেবে ৬ বছর। সোহমও কিন্ত সেই ৬ বছরের কথা উল্লেখ করেছেন। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন, নাম না করে কি শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করলেন তিনি।


আরও পড়ুন: তোলাবাজির অভিযোগ; ভাইপো কটাক্ষ, Babul Supriyo-কে আইন নোটিস অভিষেকের


উল্লেখ্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে মঙ্গলবার 'উইপোকা' অনুষঙ্গ টানেন বৈশালী ডালমিয়াও (Baishali Dalmiya)। বালির তৃণমূলের বিধায়কের অভিযোগ, 'তৃণমূলস্তরের একাংশ দলটাকে উইপোকার মতো কুরে কুরে খাচ্ছে। পুরনো কর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছে না। নতুন কর্মীদের জায়গা দেওয়া হচ্ছে না। হাওড়ায় বিধায়ককে অপমান করা হয়। সাংসদকে মানে না। এই কয়েকজন মানুষ দলটাকে নষ্ট করে দিচ্ছে।'