Mamata-র সঙ্গে সাক্ষাতের পর 'নববর্ষের শুভেচ্ছা' টুইট মুছে 'শুভেচ্ছা' Dhankhar-র
রাজ্যপালের সঙ্গে 'সৌজন্য সাক্ষাৎ' মমতার।
নিজস্ব প্রতিবেদন: সংঘাতের আবহে 'সৌজন্য সাক্ষাৎ'! বুধবার বিকেলে আচমকাই রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন তিনি। নবান্ন সূত্রে খবর, নতুন বছরের শুরুতে এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ। 'সৌজন্য সাক্ষাতে'র ফাঁকেই রাজ্য়ের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর টুইট করেন রাজ্যপাল। তারপর টুইটটি মুছে দেন। এনিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা।
গত ২৯ ডিসেম্বর রাজ্যপালের অপসারণ দাবি করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে (Ramnath Kovind) চিঠি দিয়েছে তৃণমূল (TMC)। বুধবার আমফান ত্রাণ নিয়ে শাসক দলকে নিশানা করেছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এই আবহেই এ দিন সন্ধেয় রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘণ্টাখানেক ভিতরেই ছিলেন। নবান্ন (Nabanna) সূত্রের খবর, এটা নববর্ষের সৌজন্য সাক্ষাৎ। রাজ্যপাল টুইট করেন, 'রাজভবনে আমি ও ফার্স্ট লেডি সুদেশ ধনখড়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময় হয়েছে।' খানিকক্ষণ পর ওই টুইটটি মুছে রাজ্যপাল আর একটি টুইট করেন। ওই টুইটে লেখা, 'রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে আমার ও সুদেশ ধনখড়ের শুভেচ্ছা বিনিয়ম হয়েছে।' দু'টি টুইটের মধ্যে ফারাক বলতে শুধু 'নববর্ষের শুভেচ্ছা'।
Myself and Mrs Sudesh Dhankhar greeted Hon’ble Chief Minister @MamataOfficial when she visited Raj Bhawan today. pic.twitter.com/IsbEqedBHV
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 6, 2021
ঘড়িতে তখন বিকেল ৫টা ২৫। আচমকাই রাজভবনের পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাসেম্বলি গেট দিয়ে ভিতরে ঢোকেন তিনি। সন্ধ্যে ৬টা ১৭ নাগাদ অ্যাসেম্বলি গেটের বিপরীত রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী বেরিয়েও যান। এর মাঝে যেটুকু সময় তিনি রাজভবনে কাটালেন, সেসময়ে রাজ্যপালের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে,তা জানা যায়নি। এভাবে আচমকা রাজভবনে আসার কারণ নিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি, গাড়ি কাঁচ নামিয়ে হাত নাড়তে নাড়তে চলে যান তিনি।
আরও পড়ুন- খুন হওয়ার আগে ২১ বার প্রিয়াঙ্কাকে ফোন জুনিয়র মৃধার, CBIএর রাডারে আরও ৩
উল্লেখ্য, রাজ্যপাল হয়ে আসার পর থেকে বিভিন্ন সময়ে নানা ইস্যুতে জগদীপ ধনখড়ের সঙ্গে সংঘাত বেধেছে রাজ্য সরকার। কখনও পত্রযুদ্ধ, তো কখনও আবার লড়াই চলেছে টুইটারে। ২৯ ডিসেম্বর রাজ্যপালকে অপসারণের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদরা। এরপরও রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যপাল।
আরও পড়ুন- বিয়ের জন্য প্রবল চাপ দিচ্ছিল চুমকি, গলার কাঁটা নামাতেই নিউটাউনের হোটেলে এনে খুন