শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: শ্লীলতাহানির অভিযোগে ওঠে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। এরপরই দল থেকে তাঁকে সাসপেন্ডে করা হয়। অভিযোগের পাল্টা সাসপেন্ডেড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের যুক্তিতে সরগরম রাজ্য-রাজনীতি। এই নিয়ে এবার সরব হলেন বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'রাজ্যপালের কাছে শপথ নেওয়ার ক্ষেত্রে আমার অস্বস্তি ছিল।  তার নামে যে অভিযোগ উঠেছিল সেই জন্য। এখন তন্ময় ভট্টাচার্যের সঙ্গেও আলাদা কোথাও দেখা করা বা সাক্ষাৎ করব না। আমার অস্বস্তি লাগবে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজের ক্ষোভ উগড়ে দিয়ে সায়ন্তিকা আরও বলেন, 'আসলে ৩৪ বছর চেয়ার থাকার অভিজ্ঞতার জন্য উনি কোলটাকেও চেয়ার মনে করেছিলেন বোধ হয়। এলাকায় কোন রাজনৈতিক কর্মসূচি করতে আসলে আমরা ওঁকে বাধা দেব না ঠিকই কিন্তু কর্মসূচি করতে এলে বুঝব ওঁর কোনও লজ্জা নেই।'


অভিনেত্রী বিধায়ক আরও বলেন, 'অন্য মেয়েদের কি বলব কেউ যদি ওঁকে অনুমতি দিয়ে কল দিতে রাজি হয় উনি বসবেন আমি তো ওঁর সঙ্গে আলাদা করে কোন কথা বলব না। পুলিসি তদন্ত শেষ হওয়ার আগে আমি ওঁকে দোষী বলছি না। কিন্তু ওঁকে নির্দোষ হওয়ার সম্ভাবনাটাও খুব কম।'


আরও পড়ুন:Nadia Shocker: পা ধরে টানতে টানতে বাথরুমে! তারপর... একা বাড়িতে অসুস্থ বৃদ্ধার উপর আয়ার হাড়হিম অত্যাচার


প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় এক মহিলা সাংবাদিক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। এরপরই তাঁকে বরানগর থানায় তলব করা হয়। তাঁকে প্রায় ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদ করে পুলিস। 


থানা থেকে ফিরে বাড়িতে সাংবাদিক বৈঠকে তন্ময় বলেন, 'সম্ভবত আমি যা দেখেছি, ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়। আমার ওজন ৮৩ কেজি। ৮৩ কেজি ওজনের একটি পুরুষ মানুষ যদি ৪০ কেজি ওজনের মহিলার কোলে বসে পড়েন, তাহলে কি সে মহিলা শারীরিক দিক থেকে সুস্থ থাকেন? আমি জানি না। আমি কোনওদিন বসিনি ৪০ কেজির মহিলার কোলের উপরে'। শ্লীলতাহানির অভিযোগে ভিত্তিতে তন্ময়কে সাসপেন্ড করেছে সিপিএম। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)