জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩ রাজ্যে গেরুয়া ঝড়ে উজ্জীবিত বঙ্গ বিজেপি। বিধানসভায় যেদিন লাড্ডু বিলি করলেন বিরোধী দলের বিধায়করা, সেদিনই  ফের সবুজ আবির উড়ল খোদ শুভেন্দু অধিকারীর জেলায়! আরও একটি সমবায় সমিতির নির্বাচনে জিতল তৃণমূল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Raigunj: রায়গঞ্জে শুটআউট, খুন প্রৌঢ়, গ্রেফতার তৃণমূল কর্মী


আর কয়েক মাস পর লোকভোট। সেই ভোটে বাংলার জয়ের হুংকার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিবছর ২১ জুলাই ধর্মতলায় যেখানে সভা করে তৃণমূল, সেখানেই সভা করেছেন তিনি। কবে? ২৯ নভেম্বর। 


ব্যবধান মাত্র ১ দিনের। কলকাতা শাহির সভার পরেই ভোট ছিল পূর্ব মেদিনীপুরের তমলুকের খন্ডগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি। কিন্তু খোদ বিরোধী দলনেতার জেলাতেই সমবায় নির্বাচনে হেরে যায় বিজেপি। ৪৬ আসনের সমবায় সমিতিতে ৬৩ আসনেই জেতে তৃণমূল। আর বিজেপি পায় মাত্র ১০ আসন। 


ব্যতিক্রম ঘটল না তমলুক ব্লকের শ্রীরামপুর নাইকুড়ি সমবায় কৃষি ঋণদান সমিতির নির্বাচনেও। এই সমবায় সমিতির ১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৩০ জন। যে ১৩ জন জিতেছেন, তাঁরা সকলেই তৃণমূল প্রার্থী। শাসকদলের তমলুক জেলার নেতা, রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, 'এই জয় মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মানুষ যে তৃণমূলের উপর আস্থা রেখেছেন, এই নির্বাচন থেকে তা স্পষ্ট'।  


আরও পড়ুন:  West Bengal Weather Update: তীব্র ঝড়-বৃষ্টির আশঙ্কা! মিগজাউম সাইক্লোনে কি ডুববে পশ্চিমবঙ্গ?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)