TMC Worker Shot At: দোকান থেকে ফেরার পথে হামলা, তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
সন্ধেয় আজিজুল রহমান নামে ওই তৃণমূল কর্মী শ্রীরামপুর বাজারে নিজের কাপড়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন
![TMC Worker Shot At: দোকান থেকে ফেরার পথে হামলা, তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী TMC Worker Shot At: দোকান থেকে ফেরার পথে হামলা, তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/01/377468-10.jpg)
অনুপ কুমার দাস: দোকান বন্ধ করে ফেরার পথে তৃণমূল কর্মীকে খুব কাছে থেকে গুলি চালাল দুষ্কৃতীরা। আহত ব্যক্তি নদিয়ার তেহট্টের কানাইনগর পঞ্চায়েতের বিনোদনগর গ্রামের বাসিন্দা।
বুধবার সন্ধেয় আজিজুল রহমান নামে ওই তৃণমূল কর্মী শ্রীরামপুর বাজারে নিজের কাপড়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেইসময় তাকে ঘিরে ধরে গুলি চালায় দুষ্কৃতীরা। তার কানে একটি গুলি লেগেছে বলে জানবা যাচ্ছে। কেন গুলি করেছে তা বলতে পারেছেন না শ্বশুরমশাই, এমনটাই জানিয়েছেন আজিজুলের পুত্রবধূ রুবিয়া।
আহত ওই তৃণমূল কর্মীকে তেহট্ট হাসপাতালে প্রাথমিক চিকিত্সা করিয়ে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। সেখানেই তার চিকিত্সা চলছে। পুলিসের কাছে কয়েকজনের নামে করেছেন ওই তৃণমূল কর্মী।
আরও পড়ুন-কেকে-র অকালপ্রয়াণ, নজরুল মঞ্চ নিয়ে 'বিস্ফোরক' চিকিৎসক কুণাল সরকার