Panchayat election 2023: মনোনয়ন দিতে এলে চা- জল খাইয়ে বিরোধীদের স্বাগত জানাচ্ছেন তৃণমূলকর্মীরা!
`সবাই যাতে নির্বিঘ্নে মনোনয়ন জমা দিতে পারে, সেদিকে নজর রাখা আমাদের কর্তব্য`, বললেন দলের ব্লক সহ-সভাপতি।
বাসুদেব চট্টোপাধ্যায়: উলটপুরাণ! কোনও অশান্তি বা ঝামেলা নয়, মনোনয়ন কেন্দ্রে এবার বিরোধীদের চা, জল আর গোলাপ ফুল দিয়ে স্বাগত জানালেন তৃণমূলকর্মীরা। ঘটনাস্থল আসানসোলের সালানপুর।
৮ জুলাই এক দফাতেই পঞ্চায়েত ভোট রাজ্যে। আজ, সোমবার মনোনয়নের তৃতীয় দিনেও অশান্তি অব্যাহত। বিরোধীদের অভিযোগ, মনোনয়ন পেশে বাধা দিচ্ছেন তৃণমূলকর্মীরা। সেই অভিযোগের প্রক্ষিতে যখন মনোনয়ন প্রত্যাহার করলে প্রার্থীদের কারণ দর্শানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন, তখন উল্টো ছবি দেখা গেল আসানসোলের বারাবরনি বিধানসভার কেন্দ্রের অন্তর্গত সালানপুরে।
এর আগে, মনোনয়নের প্রথম দিনেই গুলি চলে মুর্শিদাবাদে। খড়গ্রামে নিহত হন কংগ্রেসকর্মী ফুলচাঁদ শেখ। বস্তুত, সেদিন মনোনয়ন পেশকে কেন্দ্র করে অশান্তি হয় বারাবরনি বিধানসভার কেন্দ্রেরই বারারনি এলাকায়।
এদিন সালানপুর ব্লক অফিসের সামনে চা, জল আর গোলাপ ফুল নিয়ে হাজির হন তৃণমূলকর্মীরা। বিজেপি, সিপিএম ও কংগ্রেসের হয়ে যাঁরা মনোনয়ন পেশ করতে এসেছিলেন, তাঁদের স্বাগত জানানো হয়। দলের ব্লক সহ-সভাপতি সহ সভাপতি ভোলা সিং বলেন, 'আমরা সবাই চাই শান্তিপূর্ণ নির্বাচন। সবাই যাতে নির্বিঘ্নেই মনোনয়ন জমা দিতে পারে, সেদিকে নজর রাখা আমাদের কর্তব্য। বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে আমরা বিরোধীদের স্বাগত জানাচ্ছি'।
আরও পড়ুন: তৃণমূলের টিকিটের দাম লাখ টাকা! দল ছাড়লেন প্রধান-উপপ্রধান...
এদিকে বীরভূমের লাভপুরে বিরোধীদের ভরসা জোগাতে আসরে স্বয়ং তৃণমূল বিধায়ক বিধায়ক অভিজিৎ সিংহ। গ্রামে গ্রামে গিয়ে তিনি মাইকিং করছেন, 'সমস্ত বিরোধী দল মনোনয়ন জমা দিতে পারবে। কোনওরকম ঝামেলা করা হবে না। কেউ বাধা দিলে পুলিস-প্রশাসনকে জানান'!