অনলাইনে কেনাকাটার বিল মেটাতে সমস্যা, নিজেকেই নিজে অপহরণের ছক!
নিজেরই অপহরণের নাটক ফেঁদে, শেষপর্যন্ত পুলিসের জালে ধরা পড়ে গেল স্বামী বিবেকানন্দ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সন্দীপ রায়।
নিজস্ব প্রতিবেদন: একদিকে বিলাসবহুল জীবনের নেশা, অন্যদিকে প্রচুর ধারদেনা। এসব সামলাতেই নিজের কিডন্যাপিংয়ের গল্প ফাঁদা! কিন্তু শেষ রক্ষা হল না।
নিজেরই অপহরণের নাটক ফেঁদে, শেষপর্যন্ত পুলিসের জালে ধরা পড়ে গেল স্বামী বিবেকানন্দ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সন্দীপ রায়।
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচন আগে জেলায় জেলায় গরু বিলি করবে রাজ্য সরকার
কিন্তু কীভাবে এই ছক কষে?
জেরায় সন্দীপ জানিয়েছে, সোনারপুরের পাওয়ারহাউস এলাকার বাসিন্দা ওই ছাত্র বাড়িতে মাকে ফোন করে জানায়, তাকে অপহরণ করা হয়েছে। এক লক্ষ ষাট হাজার টাকা মুক্তিপণ চাইছে অপহরণকারীরা।
তদন্তে নেমে বেশ কিছু সূত্র হাতে আসে পুলিসের। অপহরণের সত্যতা নিয়ে সন্দেহ ঘনাতে থাকে। গতরাতে সন্দীপের এক বন্ধু জুলফিকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিস। তার কাছ থেকেই জানা যায়, সবটাই সন্দীপের কারসাজি। তারপর ফাঁস হয়ে যায় সবকিছু। গ্রেফতার করা হল দুজনকেই।
আরও পড়ুন: 'টুইটারে ফিরলেন' ঋতব্রত, ধন্যবাদ জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন-কে