নিজস্ব প্রতিবেদন: অমিত শাহর রোড শো ঘিরে বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের ঘটনায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




মঙ্গলবার রাতেই পশ্চিম মেদিনীপুরের ডেবরা এবং চন্দ্রকোণা টাউনে প্রতিবাদ জানায়  তৃনমূল ছাত্র পরিষদ। ডেবরায় তৃনমূল নেতা অলোক আচার্য এবং সীতেশ ধারার  নেতৃত্বে ৬ নং জাতীয় সড়ক অবরোধ করে নরেন্দ্র মোদী ও অমিত শাহর কুশপুতুল দাহ করা হয়।


অমিত শাহ-র রোড শো ঘিরে বিদ্যাসাগর কলেজে তাণ্ডবে মধ্যরাতেই জোড়া FIR দায়ের
অন্যদিকে চন্দ্রকোনা টাউনে তৃনমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর নেতৃত্ব এ তৃনমূল ছাত্র পরিষদের সমর্থকরা অমিত শাহের  কুশপুতুল দাহ করেন।
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় প্রতিবাদে সোচ্চার সব মহলই। শহরে একাধিক মিছিল বের করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বুধবার সকাল এগারোটায় কলেজ স্কোয়ার থেকে হেদুয়ায় বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বামফ্রন্ট।