আজকের টার্গেট হুগলি, প্রথমে আরামবাগে মিছিল, পরে রিষড়ায় সভা Suvenduর

প্রায় প্রতি সভা থেকেই কখনও নাম করে কখনও নাম না করে মমতা ও অভিষেককে তোপ দেগেছেন বিজেপি নেতা।

Updated By: Jan 28, 2021, 11:42 AM IST
আজকের টার্গেট হুগলি, প্রথমে আরামবাগে মিছিল, পরে রিষড়ায় সভা Suvenduর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে যোগদানের পর থেকেই একের পর এক রোড শো আর জনসভা করছেন শুভেন্দু অধিকারী। কখনও জঙ্গলমহল তো কখনও উত্তর ২৪ পরগনা। আবার কখনও মমতার খাসতালুক। প্রচারে ঝড় তুলছেন সদ্য শিবির বদলানো নেতা। আজ হুগলিতে দলের সমর্থন জোগাড়ে আসছেন শুভেন্দু। প্রথমে আরামবাগে মিছিল পরে রিষড়ায় সভা। 

আরও পড়ুন;  খোঁজ নেই গৌতম কুণ্ডুর ল্যাপটপ-মোবাইলের, 'উধাও' ED-র হেফাজত থেকেই!

প্রায় প্রতি সভা থেকেই কখনও নাম করে কখনও নাম না করে মমতা ও অভিষেককে তোপ দেগেছেন বিজেপি নেতা। জবাব দিচ্ছেন যাবতীয় খোঁচা, কটাক্ষের। আজকের সভায় শুভেন্দুর টার্গেটে কে? নজর থাকবে বাংলার। নন্দীগ্রামের পাশাপাশি টার্গেট জঙ্গলমহলও। এখানকার ভোট ঝুলিতে পুরতে মাটি কামড়ে পড়ে রয়েছে গেরুয়া শিবির। একের পর এক সভা করে চলেছেন দিলীপ ঘোষও, শুভেন্দু অধিকারীরা। জমি ছাড়তে নারাজ তৃণমূলও।

আরও পড়ুন:  বিজেপিতে Prabir Ghosal? কোন্নগরে বিধায়কের 'দাদার অনুগামী' পোস্টার ঘিরে তুঙ্গে জল্পনা

একদিকে যখন হুগলিতে যখন আক্রমণ শানাবেন শুভেন্দু, অন্যদিকে নেতাজি ইন্ডোরে সরকারের নয়া প্রকল্প জাগ্রত বাংলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া প্রকল্পে জঙ্গলমহলের তরুণ খেলোয়াড়দের কাজের সুযোগ করে দেওয়া হবে। একইসঙ্গে মাওবাদী, যাঁরা সমাজের মূল স্রোতে ফিরতে চান, তাঁদেরও সাহায্য করবে সরকার। থাকছে পুনর্বাসনের ব্যবস্থাও।

.